WB Assembly Election 2021: বিধানসভা নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের

আগামী বিধানসভা নির্বাচনে (WB Assembly Election 2021) না লড়ার সিদ্ধান্ত নিলেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় (Rabiranjan Chattopadhyay)। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি লিখে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠি সহ রবিরঞ্জন চট্টোপাধ্যায় ট্যুইট হ্যান্ডেলে লেখেন, "আগামী বিধানসভা নির্বাচনে আমার বয়স ও শারীরিক কারণে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছি। দলনেত্রীকেও এই বার্তা পাঠিয়ে দিয়েছি। আমার প্রিয় বর্ধমানবাসীদের ধন্যবাদ জানাই ও তাঁদের কল্যাণ কামনা করি।"

রবিরঞ্জন চট্টোপাধ্যায় (Photo: Twitter)

কলকাতা, ১০ ফেব্রুয়ারি: আগামী বিধানসভা নির্বাচনে (WB Assembly Election 2021) না লড়ার সিদ্ধান্ত নিলেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় (Rabiranjan Chattopadhyay)। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি লিখে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠি সহ রবিরঞ্জন চট্টোপাধ্যায় ট্যুইট হ্যান্ডেলে লেখেন, "আগামী বিধানসভা নির্বাচনে আমার বয়স ও শারীরিক কারণে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছি। দলনেত্রীকেও এই বার্তা পাঠিয়ে দিয়েছি। আমার প্রিয় বর্ধমানবাসীদের ধন্যবাদ জানাই ও তাঁদের কল্যাণ কামনা করি।"

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক রবিরঞ্জন চট্টোপাধ্যাকে ২০১১ সালে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালেও তিনি জেতেন। রাজ্যের কারিগরী শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, বায়ো টেকনোলজি দপ্তরের মন্ত্রিত্বও সামলেছেন তিনি। যদিও বর্ধমানের বর্তমান রাজনৈতিক দলাদলির কারণে বেশ চাপে রয়েছেন তিনি। বিধায়ককে বর্ধমানে পাওয়া নিয়ে প্রথম থেকেই ক্ষোভ ছিল কর্মীদের। জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কও আগের মতো নেই তাঁর। সূত্রের খবর, এবার আর টিকিট পাবেন না বুঝেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। আরও পড়ুন: Belur Math Reopens Now: করোনা সতর্কতায় বুধবার থেকে খুলছে বেলুড় মঠ ও তারকেশ্বর মন্দির

এদিকে আগামী নির্বাচনে ভোটে না লড়ার সিদ্ধান্ত নিলেও বর্ধমান উন্নয়ন সংস্থা বা বিডিএ-র চেয়ারম্যান পদে রয়েছেন রবিরঞ্জনবাবু। তবে সেই পদে তিনি থাকেন কি না।