TMC Mahila Morcha Protest In Kolkata: কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ তৃণমূল মহিলা মোর্চার, কলকাতার ভিডিয়ো
কলকাতা আন্তর্জাতিক সিনেমা উৎসব ২০২৩-এর মঞ্চে সলমান খানদের সঙ্গে নাচের তালে পা মিলিয়ে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই এই বিষয়ে কটাক্ষ করতে শুরু করেছেন বিজেপি নেতা-নেত্রীরা।
কলকাতা: কলকাতা আন্তর্জাতিক সিনেমা উৎসব ২০২৩-এর মঞ্চে সলমান খানদের সঙ্গে নাচের তালে পা মিলিয়ে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই এই বিষয়ে কটাক্ষ করতে শুরু করেছেন বিজেপি নেতা-নেত্রীরা।
এপ্রসঙ্গে কথা বলতে গিয়ে বিতর্কিত একটি মন্তব্য (Controversial remarks) করেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিহারের বিজেপি সাংসদ গিরিরাজ সিং (Union Minister Giriraj Sing)। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে বঙ্গের রাজনীতি। ইতিমধ্যেই এই বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা তোপ দেগেছেন ওই বিজেপি সাংসদের বিরুদ্ধে। আরও পড়ুন: Agnimitra Paul Attack Mamata Banerjee: অসংবেদনশীল বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ, ভিডিয়োতে শুনুন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালের বক্তব্য
বৃহস্পতিবার বিকেলে গিরিরাজ সিংয়ের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে কলকাতায় (Kolkata) বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় তৃণমূল মহিলা মোর্চার (TMC Mahila Morcha protest) তরফে। বিক্ষোভে গিরিরাজ সিংয়ের পাশাপাশি বিজেপির (BJP) অন্যান্য নেতা-নেত্রীদের বিরুদ্ধেও তোপ দাগেন তৃণমূল মহিলা মোর্চার সদস্যারা। আরও পড়ুন: CM Mamata Banerjee Dancing With Salman Khan: 'দিদি'র ডাক শুনেছেন তাই মুখ্যমন্ত্রীকে শেষমেশ নাচিয়ে ছাড়লেন সলমন, দেখুন চলচ্চিত্র উৎসবের ভিডিয়ো
দেখুন ভিডিয়ো:
এপ্রসঙ্গে পশ্চিমবঙ্গের শিশু ও নারীকল্যাণ মন্ত্রী ও তৃণমূল নেত্রী শশী পাঁজা বলেন, "উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন। গিরিরাজ সিং ভেবেছিলেন এই ধরনের মন্তব্য করে তিনি তাকে হেয় করতে পারবেন। কিন্তু, আমরা দিদির সঙ্গে আছি।"