Birbhum: '৩০ শতাংশ মুসলিম ইচ্ছে করলে ভারতে চারটে পাকিস্তান বানাতে পারে', মন্তব্যে বিতর্কের মুখে তৃণমূল নেতা শেখ আলম
আজ নানুরের (Nanur) বাসাপাড়ায় বিজেপির (BJP) মিছিলের পাল্টা মিছিল করে তৃণমূল (TMC)। বুধবার নানুরের মিছিল থেকে স্থানীয় তৃণমূল নেতা শেখ আলম (Sheikh Alam) হুমকি দেন, '৩০ শতাংশ মুসলিম ইচ্ছে করলে ভারতে চারটে পাকিস্তান বানাতে পারে। ফিরিয়ে আনতে পারে সূচপুর গণহত্যার স্মৃতি'। এই মন্তব্যের জেরে বিতর্ক ওঠে তুঙ্গে।
বীরভূম, ২৫ মার্চ: আজ নানুরের (Nanur) বাসাপাড়ায় বিজেপির (BJP) মিছিলের পাল্টা মিছিল করে তৃণমূল (TMC)। বুধবার নানুরের মিছিল থেকে স্থানীয় তৃণমূল নেতা শেখ আলম (Sheikh Alam) হুমকি দেন, '৩০ শতাংশ মুসলিম ইচ্ছে করলে ভারতে চারটে পাকিস্তান বানাতে পারে। ফিরিয়ে আনতে পারে সূচপুর গণহত্যার স্মৃতি'। এই মন্তব্যের জেরে বিতর্ক ওঠে তুঙ্গে।
এর আগে মঙ্গলবার ওই এলাকায় মিছিল করে বিজেপি। এই ভিডিওকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি প্রশ্ন তোলেন, 'এরকম বাংলাই কি আমরা চাই?' সংবাদ সংস্থা এএনআই-র খবর অনুযায়ী, এই মন্তব্যের পর শেখ আলম জানান, 'আমি যদি কারও অনুভূতিতে আঘাত করে থাকি তবে আমি ক্ষমা চাইতে চাই।' আরও পড়ুন, ‘স্ক্যাম চাইলে দিদি আর স্কিম চাইলে নরেন্দ্র মোদিকে ভোট দিন,’ অমিত শাহ
তৃণমূলের নেতার এই বিতর্কিত মন্তব্যে ফের একবার প্রশ্নের মুখে দল। শেখ আলম মমতা ব্যানার্জির প্রতি আনুগত্য প্রকাশ করেছেন বলে অভিযোগ করেন অমিত মালব্য। তৃণমূল নেত্রীর এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করা দরকার বলে দাবি করেন তিনি।