Madan Mitra Attack CV Ananda Bose: 'রাজ্যপাল এই রাজ্যের ভোটার নন ওনাকে অবিলম্বে বাংলা থেকে বহিষ্কার করা উচিত', ভিডিয়োতে শুনুন সিভি আনন্দ বোসকে তোপ দেগে কী বললেন মদন মিত্র
রাত পোয়ালেই পঞ্চায়েত নির্বাচন পশ্চিমবঙ্গে। তার আগে শুক্রবার সন্ধ্যায় রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তীব্র আক্রমণ করলেন কামারহাটির বিধায়ক ও তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র ।
কলকাতা: রাত পোয়ালেই পঞ্চায়েত নির্বাচন পশ্চিমবঙ্গে (WB Panchayat Elections 2023)। তার আগে শুক্রবার সন্ধ্যায় রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (West Bengal Governor CV Ananda Bose) তীব্র আক্রমণ করলেন কামারহাটির বিধায়ক ও তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র (TMC MLA Madan Mitra) । অবিলম্বে রাজ্যপালকে রাজ্য থেকে বহিষ্কার (ousted) করার দাবিও তুললেন তিনি।
কলকাতায় সংবাদ সংস্থা এএনআইকে সাক্ষাৎকার দেওয়ার সময় পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস পঞ্চায়েত নির্বাচনে কী ভাবে বিজেপির (BJP) হয়ে কাজ করছেন তার খতিয়ান তুলে ধরার চেষ্টা করেন মদন মিত্র। রাজ্যপাল অতিসক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন। তোপ দেগে বলেন, "রাজ্যপাল সিভি আনন্দ বোস কীভাবে ভোটে প্রচার (campaign) করছে এবং মানুষের কাছে তৃণমূল কংগ্রেসকে নয় বিজেপি ভোট দেওয়ার আবেদন (urge) জানাচ্ছেন, তিনি কি আইনের ঊর্দ্ধে (above the law)? তিনি বাংলার ভোটার (voter of Bengal) নন তাই তাঁকে অবিলম্বে (immediately) বাংলা থেকে বহিষ্কার করা উচিত।" আরও পড়ুন: Sukanta Majumdar Attack Mamata Banerjee: 'মুখ্যমন্ত্রীর কর্তব্য রাজ্যপাল পালন করছেন', ভিডিয়োতে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে কী বললেন সুকান্ত
দেখুন ভিডিয়ো: