Kunal Ghosh On INDIA Alliance: বঙ্গে ইন্ডিয়া জোটের আসন ভাগাভাগি নিয়ে কী বললেন কুণাল ঘোষ! ভিডিয়োতে শুনুন তৃণমূল মুখপাত্রের বক্তব্য
সম্প্রতি হয়ে যাওয়া পাঁচটি রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে ক্ষমতা দখল করছে বিজেপি। এরপরই কোন্দল শুরু হয়েছে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের অন্দরে। বেশিরভাগ দলই কংগ্রেসের অহঙ্কারী মনোভাবের কারণে এই ফল হয়েছে বলে মনে করছে।
কলকাতা: সম্প্রতি হয়ে যাওয়া পাঁচটি রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে ক্ষমতা দখল করছে বিজেপি (BJP)। এরপরই কোন্দল শুরু হয়েছে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের (INDIA alliance) অন্দরে। বেশিরভাগ দলই কংগ্রেসের অহঙ্কারী মনোভাবের কারণে এই ফল হয়েছে বলে মনে করছে। পাশাপাশি প্রশ্ন উঠে গেছে কংগ্রেসের নেতৃত্বদানের যোগ্যতা নিয়েও। এই নিয়ে শোরগোলের মধ্যেই শুক্রবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইন্ডিয়া জোটের আসন ভাগাভাগি নিয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।আরও পড়ুন: Mamata Banerjee On INDIA Alliance: দেশের সব লোকসভা আসনে প্রার্থী দেবে ইন্ডিয়া জোট, চাকলার সভা থেকে হুঙ্কার মমতার
এপ্রসঙ্গে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একথা স্পষ্ট করে দিয়েছেন যে ইন্ডিয়া জোট গোটা দেশেই লড়াই করবে এবং বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বিরুদ্ধে নেতৃত্ব দেবে টিএমসি। আমরা ২০২১ সালে বিজেপিকে পরাজিত করেছি। সিপিআই(এম) এবং কংগ্রেস একসাথে শূন্য পেয়েছে এবং ভোট ভাগ করে বিজেপিকে সুবিধা দেওয়ার চেষ্টা করেছে। এবার লোকসভায় আসন ভাগাভাগির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে কোনও 'বাম' নেই। 'টিএমসি-কে সাথ বৈঠনে কা আওকাত ভি বাম লোগো কা নাহি হ্যায়। আরও পড়ুন: Mamata Banerjee Attack Central: গ্রামে গ্রামে গিয়ে মন্ত্রীদের কেন্দ্রীয় বঞ্চনার কথা মানুষকে জানানোর নির্দেশ মমতার
দেথুন ভিডিয়ো