West Bengal Assembly Elections 2021: মতুয়া ভোটব্যাংক সুরক্ষিত করতে রাজ্যের নয়া উদ্যোগ, এবার SC, ST, OBC-দের উন্নয়নে তৈরি পৃথক সেল
সামনেই বিধানসভা নির্বাচন। ক্ষমতা ধরে রাখতে হলে ভোটের আগের মুহূর্ত পর্যন্ত উন্নয়নকেই পাখির চোখ করেছে রাজ্যের তৃণমূল সরকার। সেইজন্য মুখ্যমন্ত্রীর “দুয়ারে সরকার” প্রকল্প হু হু করে চলছে। হাজারো সমস্যা সমাধানে আসছে আমজনতা। বিরোধী বিজেপি প্রতিদিন একটু একটু করে শক্তি বাড়িয়ে চলেছে। দাপুটে তৃণমূল নেতারা রাতারাতি দলবদলে গেরুয়া শিবিরে ভিড়ছেন। এই পরিস্থিতিতে একা কুম্ভের মতো দলকে টেনে নিয়ে চলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের গেরুয়াকরণ রুখতে এখন উন্নয়নেই ভরসা রাখছেন তিনি। মা মাটি মানুষের সরকারকে জেতাতে জনকল্যাণকে পাখির চোখ করেছেন।
কলকাতা, ২৭ জানুয়ারি: সামনেই বিধানসভা নির্বাচন। ক্ষমতা ধরে রাখতে হলে ভোটের আগের মুহূর্ত পর্যন্ত উন্নয়নকেই পাখির চোখ করেছে রাজ্যের তৃণমূল সরকার। সেইজন্য মুখ্যমন্ত্রীর “দুয়ারে সরকার” প্রকল্প হু হু করে চলছে। হাজারো সমস্যা সমাধানে আসছে আমজনতা। বিরোধী বিজেপি প্রতিদিন একটু একটু করে শক্তি বাড়িয়ে চলেছে। দাপুটে তৃণমূল নেতারা রাতারাতি দলবদলে গেরুয়া শিবিরে ভিড়ছেন। এই পরিস্থিতিতে একা কুম্ভের মতো দলকে টেনে নিয়ে চলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের গেরুয়াকরণ রুখতে এখন উন্নয়নেই ভরসা রাখছেন তিনি। মা মাটি মানুষের সরকারকে জেতাতে জনকল্যাণকে পাখির চোখ করেছেন। তফশিলি জাতি ও উপজাতিদের কাছে উন্নয়নের সুযোগ সুবিধা পৌঁছে দিতে পৃথক সেল গঠন করা হয়েছে। খুব শিগগির OBC সেলও তৈরি হবে। আরও পড়ুন-FAU-G Game Launched: এসে গেছে FAU-G মোবাইল গেম, ডাউনলোডের আগে খুঁটিনাটি জেনে নিন
মূলত এনআরসি প্রশ্নে আগেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়া, রাজবংশী, নমশূদ্রদের যাবতীয় সুযোগ সুবিধা দিতে তিনি উদ্যোগী হয়েছেন। এদিকে মতুয়া ভোটব্যাংকে ভাগ বসাতে শান্তনু ঠাকুরের সঙ্গে যোগাযোগ করছে বিজেপি। চলতি মাসের শেষে ঠাকুরনগরে আসছেন অমিত শাহ। তারআগেই এই এদের স্বার্থরক্ষায় উদ্যোগী হল রাজ্য সরকার। মূলত প্রত্যেক এলাকায় যিনিন কমিউনিটি নেতা রয়েছেন তিনিই এই সেল তৈরিতে বড় ভূমিকা নেবেন। যাতে সেলগুলি সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সুযোগ সুবিধা সঠিকভাবে মেটাতে পারে সেজন্য জেলা পরিষদের প্রধান, বিধায়ক, প্রাক্তন বিধায়ক-সহ সরকারের বিভিন্ন স্তরের প্রশাসনিক প্রধানরা এর মধ্যে রয়েছেন। মূলত উত্তর ২৪ পরগনা, জঙ্গলমহল, উত্তরবঙ্গের বেশকিছু এলাকায় তফশিলি জাতি ও উপজাতিদের বসবাস রয়েছে। যেহেতু রাজ্যের নির্বাচনে বড় ভূমিকা নেয় এই তফশিলি জাতি ও উপজাতির ভোটাররা, তাই ক্ষমতায় থাকতে তাদের উন্নয়নে উঠেপড়ে লেগেছে তৃণমূল কংগ্রেসের সরকার।