Cattle Smuggling Case: গরু পাচার মামলায় সিবিআই হেফাজত শেষ, অনুব্রত মণ্ডল আজ আসানসোল আদালতে

আজ শেষ হচ্ছে গরু পাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে সিবিআই - এর জেল হেফাজত। তাঁকে আজ নিয়ে যাওয়া হচ্ছে আসানসোলের বিশেষ আদালতে।

কলকাতা, ২৪ অগাস্ট: আজ শেষ হচ্ছে গরু পাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে সিবিআই - এর জেল হেফাজত। তাঁকে আজ নিয়ে যাওয়া হচ্ছে আসানসোলের বিশেষ আদালতে। প্রসঙ্গত গত ১১ই অগাস্ট অনুব্রতকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে সিবিআই। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় আসানসোলের বিশেষ আদালতে। রাতে তাঁকে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে। এর আগে সিবিআই তাঁকে অনেকবারই ডেকে পাঠিয়েছে, কিন্তু প্রায় ৯ বার এড়িয়ে গেলেও এবার যেতেই হয়েছে তাঁকে। আরও পড়ুন-Bizarre Video: নেকড়ের সঙ্গে হাঁটছেন মহিলা? ভাইরাল ভিডিও

এই তদন্তের মধ্যেই জানা গেছে এক চাঞ্চল্যকর তথ্যও। অনুব্রতর বিশ্বস্ত দেহরক্ষী সায়গল হোসেনকে জেরা করেই সামনে এসেছে এই তথ্য। জানা গেছে , গরু পাচারের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকতেন অনুব্রত । অনুব্রত সায়গল হোসেনের মাধ্যমেই এনামুল হক বা গরু পাচারকারীদের সাথে যোগাযোগ রাখতেন, এই তথ্যও আগেই সিবিআই তদন্তে উঠে এসেছিল। এবার উঠে এলএই চাঞ্চল্যকর তথ্য। বেআইনি গরু পাচারের ক্ষেত্রে অনেকসময়ই সশরীরে উপস্থিত থাকতেন তিনি। সিবিআই আসানসোলের বিশেষ আদালতে যে কেস ডায়েরি জমা করেছে তাতে স্পষ্ট প্রমাণ দেখা যাচ্ছে যে সীমান্ত পেরিয়ে গরু পাচার কার্যের সময়ে সশরীরে এবং সরাসরি হস্তক্ষেপ থাকতো অনুব্রতর।

দেখুন ছবি



@endif