Dilip Ghosh: 'যারা আল্লাহর দয়ায় সুস্থ থাকবেন বলছেন তাঁরাই আক্রান্ত হচ্ছেন' ফের বেফাঁস মন্তব্য দিলীপ ঘোষের
আবারও বেফাঁস মন্তব্য করলেন বিজপি রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh))। হাওড়ায় ত্রাণ সামগ্রী দিতে বিজেপি রাজ্য সভাপতি বলেন, “যারা আল্লাহর দয়ায় সুস্থ থাকবেন বলছেন তাঁরাই করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হচ্ছেন।” বিজেপি সাংসদের এ হেন মন্তব্যে আবারও সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। সেই সঙ্গে এদিন ফের তিনি অভিযোগ করেন যে, করোনা নিয়েও রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)।
হাওড়া, ২ এপ্রিল: আবারও বেফাঁস মন্তব্য করলেন বিজপি রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। হাওড়ায় ত্রাণ সামগ্রী দিতে বিজেপি রাজ্য সভাপতি বলেন, “যারা আল্লাহর দয়ায় সুস্থ থাকবেন বলছেন তাঁরাই করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হচ্ছেন।” বিজেপি সাংসদের এ হেন মন্তব্যে আবারও সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। সেই সঙ্গে এদিন ফের তিনি অভিযোগ করেন যে, করোনা নিয়েও রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)।
ত্রাণ সামগ্রী তুলে দিতে বুধবার হাওড়া গেছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। নিয়ম অমান্য করে দিল্লির নিজামুদ্দিনে তাবলিঘি জামাতে অংশ নিয়েছিলেন দেশ-বিদেশের মিলিয়ে হাজার দু’য়েক লোক। সেখান থেকেই সারা দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ওই সমাবেশ থেকে এরাজ্যেও করোনা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। সেই প্রসঙ্গেই নাম না করে আক্রমণ করেন দিলীপ ঘোষ। বলেন, “বিদেশ থেকে বহু মানুষ এখানে আসছেন। টুরিস্ট ভিসা নিয়ে আসেন। যেহেতু বিশেষ সম্প্রদায়ভুক্ত তাই তাঁদের কিছু বলা যাবে না। আর তার পরিণামই আমরা এখন ভোগ করছি।” মন্দির করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়ালেও মসজিদ সে অর্থে এগিয়ে আসেনি, এ বিষয়ে প্রশ্ন করা হলে বিস্ফোরক মন্তব্য করেন সাংসদ। বলেন, “যারা আল্লাহর দয়ায় সুস্থ হবেন বলছেন তাঁরাই আক্রান্ত হচ্ছেন।” কারণ হিসেবে তিনি বলেন, মন্দির জমায়েত বন্ধ করলেও এগিয়ে আসছেন না মসজিদ। পাশাপাশি নিজামুদ্দিনের ঘটনার তীব্র সমালোচনা করেন তিনি। আরও পড়ুন: Life Convicts Donate To Covid-19 Relief Fund: রাজ্য আপৎকালীন ত্রাণ তহবিলে অনুদান দিল বউবাজার বিস্ফোরণ মামলায় সাজাপ্রাপ্ত মহম্মদ খালিদ সহ ৫ বন্দী
এছাড়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমালোচনা করেন দিলীপ ঘোষ। বলেন, রাজনীতি করতে গিয়ে মুখ্যমন্ত্রীই রাজ্যবাসীর ক্ষতি করছেন। কারণ, পরিস্থিতি মোকাবিলায় আরও কঠোর হওয়ার উচিত ছিল মুখ্যমন্ত্রীর, উলটে রাস্তায় ঘুরছেন তিনি