Alapan Bandyopadhyay: সিনিয়র ডাক্তারদের গণপদত্যাগে আইনি অবস্থান নেই, ব্যক্তিগত ইস্তফা ছাড়া পদত্যাগ গৃহীত হবে না, জানালেন আলাপন বন্দ্যোপাধ্যায়

আরজি করের ডাক্তার ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় সুবিচারের দাবিতে গত বৃহস্পতিবার সরকারী মেডিকল কলেজের সিনিয়র চিকিৎসকরা ডিউটি থেকে 'গণইস্তফা' দেন।

Alapan Bandyopadhyay. (Photo Credits: X)

কলকাতা, ১২ অক্টোবর: আরজি করের ডাক্তার ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় সুবিচারের দাবিতে গত বৃহস্পতিবার সরকারী মেডিকল কলেজের সিনিয়র চিকিৎসকরা ডিউটি থেকে 'গণইস্তফা' দেন। কিন্তু সিনিয়র ডাক্তারদের গণপদত্যাগে কোনো আইনি অবস্থান নেই বলে নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandyopadhyay)। রাজ্য সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হল, ব্যক্তিগতভাবে ইস্তফা না দিলে পদত্যাগ হিসাবে তা গৃহীত হয় না।

গণ পদত্যাগ প্রসঙ্গে আলাপন বন্দ্যোপাধ্যায় বললেন, " সরকারী মেডিকল কলেজ ও হাসপাতালগুলিতে সিনিয়র ডাক্তাররা তথাকথিত যে ইস্তফা দিয়েছেন তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। আমরা কিছু চিঠি পেয়েছি যেগুলিকে গণ পদত্যাগ বলা হচ্ছে। সেগুলি কিছু পাতায় বিষয়ের উল্লেখ নেই, কিছুতে বেশ কিছু জিনিস বাদ দেওয়া হয়েছে। বিষয়হীন কাগজগুলিতে কিছু স্বাক্ষর আছে ঠিকই, কিন্তু তারা কোন পদে কাজ করেন তার উল্লেখ নেই। যেগুলিকে গণ পদত্যাগপত্র বলা হচ্ছে সেগুলির কোনও আইনি বৈধতা নেই। এই ধরনের সাধারণ চিঠি আইনী দিক থেকে গৃহীত হয় না।"

দেখুন এই বিষয়ে কী বললেন আলাপন বন্দ্যোপাধ্যায়

সঙ্গে আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, 'ইস্তফা দেওয়া একেবারে ব্যক্তিগত বিষয়। এটি যে হাসপাতাল এবং যিনি কাজ কিরছেন তাঁদের একান্ত ব্যক্তিগত বিষয়। এতে রাজ্য সরকারের কিছুই করার নেই।'



@endif