JP Nadda: মমতা ব্যানার্জি জঙ্গলরাজ চালাচ্ছেন, রেশন চুরি করছে তৃণমূল, বর্ধমানের জনসভায় পরিবর্তনের ডাক নাড্ডার

পঞ্চায়েত নির্বাচন নিয়ে কোমর বেঁধে নেমে পড়ল বিজেপি। বর্ধমানের পূর্বস্থলীর এক সভায় বিজেপি-র সর্বভারতীয় সভাপতি তীব্র আক্রমণ করলেন রাজ্যের তৃণমূল সরকারকে।

Photo Credits: ANI

বর্ধমান, ১২ ফেব্রুয়ারি: পঞ্চায়েত নির্বাচন নিয়ে কোমর বেঁধে নেমে পড়ল বিজেপি। বর্ধমানের পূর্বস্থলীর এক সভায় বিজেপি-র সর্বভারতীয় সভাপতি তীব্র আক্রমণ করলেন রাজ্যের তৃণমূল সরকারকে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় জঙ্গলরাজ চালাচ্ছেন বলে অভিযোগ করেন নাড্ডা। মমতা ব্যানার্জির জঙ্গলরাজ শেষ হয়ে, বাংলায় পরিবর্তন হবে বলে হুঙ্কার দিলেন নাড্ডা। বিজেপি সভাপতি এরপর দাবি করেন, বর্ধমানে জনসভার এই জনস্রোত বলছে বাংলায় বদল আসছে। দু বছর আগে যে বর্ধমান বিধানসভা নির্বাচনে নাড্ডাকে খালি হাতে ফিরিয়েছিল, সেখান থেকে তৃণমূলের বিরুদ্ধে পঞ্চায়েত ভোটের দামামা বাজালেন।

নাড্ডা বলেন, বংলার উন্নতির জন্য কেন্দ্র সরকার বেশ কয়েকটি উদ্যোগ নিচ্ছে। আমরা মানুষকে চাল, গম দিচ্ছি কিন্তু তৃণমূল কর্মীরা রেশনের জিনিস চুরি করে পালাচ্ছে।"নাড্ডা বলেন, বাংলা সবসময় দেশকে দিশা দিয়েছে। একসময় বলা হতো বাংলা আজ যা ভাবে গোটা দেশ তা ভাবে পরে। কিন্তু এখন অপশাসন চলছে। মমতার এই অপশাসনকে আলবিদা জানাতে তৈরি বাংলা। আরও পড়ুন-নয়া সমীকরণ! কলকাতায় এসে মমতার ভূয়সী প্রশংসা গুলাম নবি আজাদের

নরেন্দ্র মোদী সরকারের প্রশংসা করে নাড্ডা বলেন, যে ব্রিটেন আমাদের দেশ ২০০ বছর ধরে শাসন করেছে, সেই ব্রিটেনকেই আমরা পেছনে ফেলে বিশ্বে পঞ্চম অর্থনীতির দেশ হয়েছি। একেই বলে উন্নয়ন। আপনারা শুনতেন গাড়ি জাপান বানায়। এখন মোদীর জমানায় জপানকে পেছনে ফেলে ৩ নম্বর গাড়ি উত্পাদক দেশ হিসেবে উঠে এসেছে ভারত।"

এরপর নাড্ডা দাবি করেন, ২০১৪ সালে ৯২ শতাংশ মোবাইল ফোন আসতো চিন থেকে। এখন দেশের ৯৭ শতাংশ মোবাইল ফোন ভারতেই তৈরি হয়। কখনও যদি অ্যাপলের মোবাইল হাতে আসে তাহলে দেখবেন লেখা রয়েছে, মেড ইন ইন্ডিয়া।"এরপর নাড্ডা বলেন, "মোদীজি দেশের ১৪০ কোটি মানুষকে করোনার ডবল ডোজ দিয়েছেন। আপনারা জানলে খুশি হবেন, "এখন ভারত দুনিয়ার ১০০টির বেশী দেশকে কোভিডের ভ্যাকসিন সরবারহ করে। ভারত এখন আর লেনেওয়ালা নেই, হয়েছে দেনেওয়ালা।