Adhir Ranjan Chowdhury On Narendra Modi: করোনার বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে লাইট নেভানো এবং মোমবাতি জ্বলানোর কোনও সম্পর্ক নেই: অধীর চৌধুরি
করোনাভাইরাসের (Coronavirus) মোকাবিলায় রবিবার ঘরের আলো নিভিয়ে মোমবাতি জ্বালাতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তাঁর সেই ভিডিয়ো বার্তাকে কটাক্ষ করে প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধীরা। কংগ্রেস থেকে তৃণমূল সবাই কটাক্ষ করেছ। কটাক্ষ করেছেন লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরিও (Adhir Ranjan Chowdhury)। তাঁর দাবি, করোনাভাইরাস ঘিরে প্রধানমন্ত্রী রাজনীতি করে চলেছেন। তালি বাজিয়ে, মোমবাতি জ্বালিয়ে যদি করোনাভাইরাসের মোকাবিলা করা যায় তাহলে ওষুধ, চিকিৎসার দরকার নেই।
নতুন দিল্লি, ৩ এপ্রিল: করোনাভাইরাসের (Coronavirus) মোকাবিলায় রবিবার ঘরের আলো নিভিয়ে মোমবাতি জ্বালাতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তাঁর সেই ভিডিয়ো বার্তাকে কটাক্ষ করে প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধীরা। কংগ্রেস থেকে তৃণমূল সবাই কটাক্ষ করেছ। কটাক্ষ করেছেন লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরিও (Adhir Ranjan Chowdhury)। তাঁর দাবি, করোনাভাইরাস ঘিরে প্রধানমন্ত্রী রাজনীতি করে চলেছেন। তালি বাজিয়ে, মোমবাতি জ্বালিয়ে যদি করোনাভাইরাসের মোকাবিলা করা যায় তাহলে ওষুধ, চিকিৎসার দরকার নেই।
অধীর চৌধুরি বলেন, "করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার সঙ্গে লাইট নেভানো এবং মোমবাতি জ্বলানোর কোনও সম্পর্ক নেই। আমি এটি বিশ্বাস করি এবং সে কারণেই আমি মোমবাতি জ্বালাব না বা আলো বন্ধ করব না। তবে আমি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। আমি যদি মোমবাতি না জ্বালায় তবে আমাকে দেশবিরোধী বলা হবে। তবে তার জন্য আমি প্রস্তুত।" বহরমপুরের সাংসদ আরও বলেন, "যখন হাসপাতাল, ওষুধপত্র দরকার, তখন সে ব্যাপারে কোনও বার্তা না দিয়ে প্রধানমন্ত্রী রাজনৈতিক খেলা করছেন।" আরও পড়ুন: Narendra Modi Video Message: রবিবার রাত ৯ টায় ৯ মিনিটের জন্য আলো নিভিয়ে মোমবাতি, টর্চ জ্বালাতে হবে, ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
আজ লডকডাউনে দেশবাসীর মনোবল বৃদ্ধিতে নয়া দাওয়াই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে দেশবাসীর কাছ থেকে ৯ মিনিট চাইলেন তিনি। আগামী রবিবার রাত ৯টায় ঘরের সমস্ত আলো নিভিয়ে নিজের বাড়ির বারান্দায় এসে প্রদীপ, মোমবাতি বা টর্চের আলো জ্বালাতে ও একযোগে লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ”রবিবার রাত ৯টায় ৯ মিনিট আলো জ্বালিয়ে আমাদের প্রমাণ করতে হবে আমরা কেউ হেরে যাইনি। আমরা প্রত্যেকে বাড়িতে থেকেও আমরা কারোর থেকে বিচ্ছিন্ন নই।”