R G Kar Rape Case:সোমে আর জি কর মামলার তৃতীয় সুপ্রিম শুনানি, মূল ফোকাসে কোন কোন বিষয়গুলি?
আর জি কর কাণ্ডের (R G Kar Rape Case)ন্যায়বিচারের দাবিতে কলকাতার রাজপথে জ্বলছে মশাল। ন্যায়বিচারের আশায় গলা ফাটাচ্ছেন সাধারণ মানুষ।
নয়াদিল্লিঃ ৫১ দিন অতিক্রান্ত। এখনও অধরা বিচার(Justice)। আর জি কর কাণ্ডের (R G Kar Rape Case)ন্যায়বিচারের দাবিতে কলকাতার রাজপথে জ্বলছে মশাল। ন্যায়বিচারের আশায় গলা ফাটাচ্ছেন সাধারণ মানুষ। আজ, ৩০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে(Supreme Court) এই আর জি কর মামলার তৃতীয় শুনানি। আজ, সোমবার শীর্ষ আদালতে তদন্তের তৃতীয় স্টেটাস রিপোর্ট জমা দেবে সিবিআই(CBI)। সেই দিকেই তাকিয়ে রাজ্যসহ দেশ-বিদেশ। আজ কোর্টে মূল ফোকাসে কোন বিষয়গুলি? গত ১৭ সেপ্টেম্বর আর জি কর মামলার শেষ শুনানি সম্পন্ন হয়। এ দিন সিবিআই-এর রিপোর্ট খতিয়ে দেখে উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। অন্যদিকে সরকারের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর আংশিক কর্মবিরতি তুলে নেন জুনিয়র ডাক্তাররা। মাঝে কেটে গিয়েছে ১৩ টা দিন,যা এই মামলার তদন্তের জন্য অত্যন্ত গুরত্বপূর্ণ। কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছিল একটি খবর। শিয়ালদহ স্পেশাল সিবিআই কোর্ট সূত্রে জানা যায়, আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এবং তথ্য প্রমাণ উঠে আসছে যা থেকে তাঁর ফাঁসির সাজাও হতে পারে। সোমবার সেই সংক্রাক্ত রিপোর্ট জমা দেবে সিবিআই। ১৭ সেপ্টেম্বর দ্বিতীয় শুনানিকালে সিবিআইকে নির্যাতিতার বাবার সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলে কোনও নতুন লিড পাওয়া গেল কি না তাও হলফনামায় উল্লেখ থাকতে পারে। অন্যদিকে, জুনিয়র ডাক্তারদের আংশিক কর্মবিরতি প্রত্যাহারের কয়েকদিনের মাথাতেই সাগর দত্ত কলেজে হামলার ঘটনার ফের কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। আজ শীর্ষ আদালতে সেই সংক্রান্ত আলোচনাও হতে পারে। এ ছাড়া জুনিয়র ডাক্তারদের পাঁচ দফা দাবির কতটা বাস্তবায়ন হল সেই দিকেও নজর দেবে সুপ্রিম কোর্ট।
সোমে আর জি কর মামলার তৃতীয় সুপ্রিম শুনানি