West Bengal: রাজ্যে করোনা পরীক্ষার সঠিক তথ্য পেশ করুন, মমতাকে চিঠি রাজ্যের প্রবাসী বাঙালি চিকিৎসকদের

করোনা আক্রান্ত নিয়ে সঠিক তথ্য দিচ্ছে না রাজ্য সরকার। এই দাবিতেই একাধিকবার প্রতিবাদের ঝড় উঠেছে। অভিযোগ উঠেছে, করোনা সংক্রান্ত তথ্য লোকাচ্ছে রাজ্য সরকার। এবার সেই ইস্যুতেই মমতা ব্যানার্জিকে চিঠি লিখলেন একদল প্রবাসী বাঙালি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্য পরিষেবা এবং চিকিৎসা গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। প্রতিদিন কতজনের করোনা-পরীক্ষা হচ্ছে এবং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঠিক কতজনের মৃত্যু হয়েছে, সেই সংক্রান্ত ভিত্তিহীন তথ্য দেওয়া হচ্ছে বলে চিঠি লেখেন তাঁরা।

(Photo Credits: Facebook/elections.in)

কলকাতা, ২৩ এপ্রিল: করোনা আক্রান্ত নিয়ে সঠিক তথ্য দিচ্ছে না রাজ্য সরকার। এই দাবিতেই একাধিকবার প্রতিবাদের ঝড় উঠেছে। অভিযোগ উঠেছে, করোনা সংক্রান্ত তথ্য লোকাচ্ছে রাজ্য সরকার। এবার সেই ইস্যুতেই মমতা ব্যানার্জিকে চিঠি লিখলেন একদল প্রবাসী বাঙালি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্য পরিষেবা এবং চিকিৎসা গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। প্রতিদিন কতজনের করোনা-পরীক্ষা হচ্ছে এবং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঠিক কতজনের মৃত্যু হয়েছে, সেই সংক্রান্ত ভিত্তিহীন তথ্য দেওয়া হচ্ছে বলে চিঠি লেখেন তাঁরা।

চিঠিতে লেখা হয়েছে, গত দেড় সপ্তাহ ধরে রাজ্যে করোনা সংক্রান্ত রিপোর্টের উপর নজর রাখছি আমরা। সেখানে যে দু'টি বিষয় আমাদের সবচেয়ে ভাবাচ্ছে, প্রথম বিষয়টি হল ঠিক কতজনের করোনা-পরীক্ষা করা হচ্ছে এবং করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যা। মৃত্যুর সংখ্যা নিয়ে ভিত্তিহীন রিপোর্ট পেশ করা হচ্ছে।' আরও পড়ুন: Mamata Writes Governor: 'ভুলে গেছেন যে আমি নির্বাচিত মুখ্যমন্ত্রী, আপনি মনোনীত রাজ্যপাল', জগদীন ধনখরকে পত্র-তোপ মমতা ব্যানার্জির 

স্বাস্থ্যকর্মীর সঙ্গে যুক্ত প্রবাসী বাঙালিরা জানাচ্ছেন, এই রাজ্যেই তাদের জন্ম, বড় হয়ে ওঠা এবং শিক্ষিত হয়ে ওঠা। তাঁরা নিজেরা কাজের তাগিদে বাইরে চলে এলেও তাদের পরিবার এখনও পশ্চিমবঙ্গেই রয়েছে। সেই কারণে এই বিষয়টি নিয়ে আরও বেশি ভাবাচ্ছে এনাদের। চিঠিতে লেখা রয়েছে, 'করোনা আক্রান্তের সংখ্যাটা নির্ভর করবে টেস্টের উপর। পরীক্ষার রেজাল্টটা কতটা সঠিক আসছে, এসমস্ত কিছুই নির্ভর করে সঠিক আক্রান্তকারীর সংখ্যা নির্ধারণে।'