The Kerala Story: বাংলায় 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধর সিদ্ধান্ত রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত, বললেন পরিচলক সুদীপ্ত সেন
কলকাতা, ৯ মে: রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে দ্য কেরালা স্টোরির প্রদর্শন বন্ধ করা হয়েছে। সোমবার সাংবাদিক সম্মেলনে এমনই জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে 'দ্য কেরালা স্টোরির' প্রদর্শন বন্ধ হওয়ার সিদ্ধান্ত ঘোষণা হতেই তা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। বিষয়য়টি নিয়ে এবার মুখ খুললেন দ্য কেরালা স্টোরির পরিচালক সুদীপ্ত সেন। পরিচালক বলেন, সিনেমা না দেখে তার প্রদর্শন বন্ধের সিদ্ধান্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই সিনেমার জন্য রাজ্যে কোনও অবাঞ্ছিত ঘটনা এখনও ঘটেনি। তাই সিনেমা না দেখে এই ছবি নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন সুদীপ্ত সেন।
এরপরই তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে সিনেমা দেখুন, তারপর তিনি এ বিষয়ে যে কোনও সিদ্ধান্ত নিন বলেও আবেদন করেন দ্য কেরালা স্টোরির পরিচালক সুদীপ্ত সেন।