Terrorist Arrested in Bengal: ক্যানিং থেকে গ্রেফতার পাকিস্তানের প্রশিক্ষিত জঙ্গি
ক্যানিংয়ে কাশ্মীরি শালওয়ালার বাড়ি থেকে গ্রেফতার জঙ্গি সংগঠন তেহরিক-উল-মুজাহিদিনের সদস্য পাকিস্তানি জঙ্গি।
কলকাতা: দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং (Canning) থেকে পাকিস্তানের (Pakistan) প্রশিক্ষিত এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ এবং ক্যানিং থানার স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এর সহায়তায় ভারতে নিষিদ্ধ পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক-উল-মুজাহিদিন (Tehreek-e-Mujahideen)-এর সদস্য কাশ্মীরি জঙ্গি জাভেদ আহমেদ মুন্সিকে (Javed Munshi) গ্রেফতার করেছে।
শনিবার গভীর রাতে ক্যানিংয়ের হাসপাতালের কাছে মুন্সিকে তার এক শাল বিক্রিকারী আত্মীয়ের বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। রবিবার জম্মু ও কাশ্মীর পুলিশ অভিযুক্তকে আলিপুরের বিশেষ আদালতে পেশ করে। তাঁকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ট্রানজিট রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এসটিএফ সূত্রে খবর, ধৃত অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে যে সে পাকিস্তান থেকে ট্রেনিং নিয়ে ফিরেছিল। জম্মু ও কাশ্মীর পুলিশ জঙ্গি কর্মকাণ্ড ও খুনের মামলায় তার অনুসন্ধান চালাচ্ছিল।
ক্যানিং থেকে গ্রেফতার জাভেদ আহমেদ মুন্সি
জম্মু ও কাশ্মীরের অনেক জায়গায় সে বেআইনি ঘটনা ঘটিয়ে কাশ্মীর থেকে দিল্লি, তারপর দিল্লি থেকে কলকাতা এবং তারপর ক্যানিং হয়ে বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল বলে খবর। তারপর পর পাকিস্তানে ফিরে যাওয়ার কথা ছিল তার। এর আগে ২০২২ সালে সে সাত দিনের জন্য বাংলার ক্যানিংয়ে একই আত্মীয়ের কাছে উঠেছিল।