West Bengal Weather Update: প্রথম দফার ভোটে তাপপ্রবাহের সতর্কতা, শুষ্ক গরমে নাকাল বঙ্গবাসী
রাজ্যে প্রথম দফার ভোট শুরু হয়েছে। আর গরমও পড়ছে জাঁকিয়ে। এদিন শুষ্ক গরমে নাজেহাল (West Bengal Weather Update) হতে হবে রাজ্যবাসীকে। এমন পূর্বাভাস দিয়েছে আলিপুরের হাওয়া অফিস। বেলা ১২টা থেকে বিকেল চারটে পর্যন্ত তাপপ্রবাহ বাড়বে।
কলকাতা, ২৭ মার্চ: রাজ্যে প্রথম দফার ভোট শুরু হয়েছে। আর গরমও পড়ছে জাঁকিয়ে। এদিন শুষ্ক গরমে নাজেহাল (West Bengal Weather Update) হতে হবে রাজ্যবাসীকে। এমন পূর্বাভাস দিয়েছে আলিপুরের হাওয়া অফিস। বেলা ১২টা থেকে বিকেল চারটে পর্যন্ত তাপপ্রবাহ বাড়বে। এই সময় বাড়ির বাইরে যেতে নিষেধ করেছেন আবহাওয়াবিদরা। জানানো হয়েছে, সাধারণত চৈত্রমাসে বঙ্গোপসাগরের উপরে একটা হাইপ্রেসার জোন থাকে। এবার তার অনুপস্থিতিতেই আবহাওয়া এতটা শুষ্ক হয়ে উঠেছে। এদিকে আজই শুরু হল রাজ্যে মহারণ। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুর এই পাঁচ জেলায় ভোট। আর এদিনই পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি এই জেলাগুলিতেও এক ধাক্কায় তাপমাত্রা কয়েক ডিগ্রি বেড়ে যাবে। আরও পড়ুন-WB Assembly Elections 2021: শালবনিতে সংযুক্ত মোর্চার প্রার্থী সুশান্ত ঘোষকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ
শুষ্ক গরেম শুধু অস্বস্তিই বাড়বে এমনটা নয়। পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনাতে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুরের হাওয়া অফিস। এবং এই তাপমাত্রা জনিত অস্বস্তি আগামী দুদিন অর্থাৎ সোমবার পর্যন্ত বজায় থাকবে। এর মধ্যে বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই। আজ শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়ায়, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়ায়। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৭৩ শতাংশ। গতকাল শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮২ শতাংশ।