WB Weather Update: শীত যেতেই মেঘের হাতছানি, বঙ্গে বৃষ্টির পূর্বাভাস

এবারের মতো শীত বিদায় প্রায় সম্পন্ন। সরস্বতী পুজোর হাত ধরে এবার বসন্ত জাগ্রত দ্বারে। ঠান্ডা যাওার সঙ্গে সঙ্গেই আকাশজুড়ে মেঘের উঁকিঝুঁকি (Weather Update) বাড়িয়েছে বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকেই কলকাতা লাগোয়া জেলা উত্তর ২৪ পরগনায় আকাশ মেঘে ঢেকেছে। মনে হচ্ছে বৃষ্টি নেমে গেল বলে। তবে আলিপুরের হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, কলকাতায় এখন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রাজ্যের পশ্চিমাংশের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। তালিকায় পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াও রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

কলকাতার বৃষ্টির ফাইল ছবি।(Photo Credits: Wikimedia)

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি: এবারের মতো শীত বিদায় প্রায় সম্পন্ন। সরস্বতী পুজোর হাত ধরে এবার বসন্ত জাগ্রত দ্বারে। ঠান্ডা যাওার সঙ্গে সঙ্গেই আকাশজুড়ে মেঘের উঁকিঝুঁকি (Weather Update) বাড়িয়েছে বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকেই কলকাতা লাগোয়া জেলা উত্তর ২৪ পরগনায় আকাশ মেঘে ঢেকেছে। মনে হচ্ছে বৃষ্টি নেমে গেল বলে। তবে আলিপুরের হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, কলকাতায় এখন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রাজ্যের পশ্চিমাংশের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। তালিকায় পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াও রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা  ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আরও পড়ুন-Kiran Bedi: পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর পদ থকে অপসারণের পর কেন্দ্রকে ধন্যবাদ কিরণ বেদির

একইভাবে আসানসোলে তাপমাত্রা ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাটের তাপমাত্রা ১১.৪ ডিগ্রি, বাঁকুড়ায় পারদ ছুঁয়েছে ১৪.৮ ডিগ্রিতে, ব্যারাকপুরে তাপমাত্রা নেমেছে ১৪.৮ ডিগ্রিতে,বহরমপুরে পারদ নেমেছে ১২.৮ ডিগ্রিতে, বর্ধমানের তাপমাত্রা ছুঁয়েছে ১৬ ডিগ্রিতে, ক্যানিংয়ে তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি, কাঁথির পারদ নেমেছে ১৪ ডিগ্রিতে, কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি, দার্জিলিঙের তাপমাত্রা ৫.২ ডিগ্রিতে, ডায়মন্ডহারবারে পারদ নেমেছে ২০.২ ডিগ্রিতে, দিঘায় তাপমাত্রা ছুঁয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াসে। করোনাকালের শীতের ভেলকি ছিল দেখার মতো। ডিসেম্বর জানুয়ারিতে পুরো লুকোচুরি খেলেছে ঠান্ডা। তবে ফেব্রুয়ারির গোড়ায় যেভাবে শীত পড়ল তা দশ বছরের পরিসংখ্যানকে পিছনে ফেলে দিয়েছে। তারপরেও চলছিল ছোটখাটো ইনিংস। ভ্যালেন্টাইন্স ডে তে আচমকাই উধাও হয়েছে শীত। সরস্বতী পুজোর সকালে হালকা আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তার ছিটেফোটাও ছিল না। এর পরের দিনই আকাশ অন্ধকার করে মেঘ জমতেই বাঙালির মন বৃষ্টি বৃষ্টি করছে।