IPL Auction 2025 Live

Winter In West Bengal: শীতে জবুথবু রাজ্য, বড়দিনে আগে বাড়বে তাপমাত্রা

ঠান্ডায় কাঁপছে গোটা দেশ। উত্তর ভারতের বেশ কয়েকটি জায়গায় চলছে শৈত্য প্রবাহ। গত তিনদিন ধরে রাজ্যেও জাঁকিয়ে পড়েছে শীত। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রিতে নেমে এসেছে।

Winter (File Photo)

কলকাতা, ২১ ডিসেম্বর: ঠান্ডায় কাঁপছে গোটা দেশ। উত্তর ভারতের বেশ কয়েকটি জায়গায় চলছে শৈত্য প্রবাহ। গত তিনদিন ধরে রাজ্যেও জাঁকিয়ে পড়েছে শীত। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রিতে নেমে এসেছে। দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে চলছে শীতের দাপট। বাকি জেলাগুলির অবস্থাও খানিকটা তাই। আগামী দুদিন পারদ পতন এমন সমতালে চললেও বড়দিনের আগে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে আলিপুরের হাওয়া অফিস। বড়দিনে উধাও হবে শীত। লেপ কম্বলের ওম ছেড়ে তখন হাঁসফাঁস করতে হবে গরমে। এই শীত তো ক্ষণস্থাযী। তবে নতুন বছরে ফের জাঁকিয়ে শীত পড়বে কি না, তানিয়ে দ্বিধাবিভক্ত আবহাওয়াবিদরা। আরও পড়ুন-Winter Season 2021 Google Doodle: উত্তর গোলার্ধে পড়ছে বরফ, হাঁটছে হেজহগ (দেখুন ভিডিও)

এদিকে ঠান্ডার দাপটে কাবু গোটা রাজ্য, উত্তুরে হাওয়ার কনকনানিতে শীত বুড়ো যেন নড়েচড়ে বসেছে। আর বঙ্গবাসী বেশী করে জবুথবু হয়েছে। শী দুদিন পরে কতটা থাকবে তা এখন আলোচ্য নয়। বর্তমান পরিস্থিতি জানান দিচ্ছে, শীত পড়েছে জমিয়ে।