Winter In West Bengal: বড়দিনের শহরে পারদ পতন, উৎসবের মরশুমে শীতে উপভোগে বাঙালি
যীশুর জন্মদিনে ফের ঠান্ডা ফিরল শহরে। গতকালকের তুলনায় এবারে পারদ নামল আরও এক ডিগ্রি। শুক্রবার শহরে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে পারদ। জেলাগুলিতে ফের ঠান্ডা (Winter In West Bengal) ফিরেছে। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে। অঘ্রায়নে এবার শীত বঙ্গবাসীকে বঞ্চিত করেছে। তবে যতই বাধা হয়ে দাঁড়াক ঝঞ্ঝা, ডিসেম্বরের মাঝামাঝি থেকে লম্বা ইনিংস খেলছে শীত। দু একদিন পারদ সামান্য চড়লেও বড়দিনে ফের স্বমহিমায় ফিরেছে সে। তবে শুধু বড়দিন নয়, চলতি বছরের বাকি কয়েকটি দিনেও ১৫ ডিগ্রির উপরে পারদ চড়ার সম্ভাবনা নেই বললেই চলে।
কলকাতা, ২৫ ডিসেম্বর: যীশুর জন্মদিনে ফের ঠান্ডা ফিরল শহরে। গতকালকের তুলনায় এবারে পারদ নামল আরও এক ডিগ্রি। শুক্রবার শহরে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে পারদ। জেলাগুলিতে ফের ঠান্ডা (Winter In West Bengal) ফিরেছে। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে। অঘ্রায়নে এবার শীত বঙ্গবাসীকে বঞ্চিত করেছে। তবে যতই বাধা হয়ে দাঁড়াক ঝঞ্ঝা, ডিসেম্বরের মাঝামাঝি থেকে লম্বা ইনিংস খেলছে শীত। দু একদিন পারদ সামান্য চড়লেও বড়দিনে ফের স্বমহিমায় ফিরেছে সে। তবে শুধু বড়দিন নয়, চলতি বছরের বাকি কয়েকটি দিনেও ১৫ ডিগ্রির উপরে পারদ চড়ার সম্ভাবনা নেই বললেই চলে। আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনরে শীতের আমেজ বর্ষবরণে রশেবসে রাখবে বাঙালিকে।
এই প্রসঙ্গে মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় প্রধান সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, ‘তাপমাত্রা যে ভাবে লাফিয়ে লাফিয়ে কমেছে, এ বার আর তা হবে না। ওঠা-নামা হবে। আপাতত কোনও শক্তিশালী পশ্চিমি ঝঞ্ঝা ঢুকছে না। ফলে মেঘলা হয়ে ঠান্ডা কমে যাবে, এমন আশঙ্কা নেই।’ হিমালয়ের বরফ ছোঁয়া ঠান্ডা ছুটে আসছে সমতলের দিকে। শৈত্যপ্রবাহে কাতর সমগ্র উত্তর ভারত। গত কয়েকদিন ধরে দিল্লির তাপমাত্রা চারডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে। উত্তর-পশ্চিমের রাজস্থান-পাঞ্জাব-দিল্লি থেকে শুরু করে পূর্বের বিহার-ঝাড়খণ্ড-পশ্চিমবঙ্গও হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে। এ দিন দেশের শীতলতম জায়গা ছিল পাঞ্জাবের অমৃতসর। তাপমাত্রা হিমাঙ্কের কাছে, শূন্যের চেয়ে মাত্র এক ডিগ্রি বেশি। তবে উত্তরভারতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। বাংলাতে সেই পরিস্থিতি আসতে এখনও দেরি। আরও পড়ুন-Christmas celebration In Kolkata: করোনা ভয়কে তুচ্ছ করে শহরের রাজপথে মানুষের ঢল, বড়দিন উপলক্ষে সতর্ক কলকাতা পুলিশ
বড়দিনের কলকাতায় শীতের আমেজে খুশি উৎসব প্রিয় বাঙালি। সকাল থেকেই শহরের রাজপথে রংবেরঙের সোয়েটার, চাদর, টুপিতে মুড়ে খুদেরা বাবা-মায়ের হাত ধরে ভিড় করেছে চিড়িয়াখান জাদুঘরের সামনে। বর্ষবরণপর্যন্ত লম্বা ইনিংসে ঠান্ডা টিকে থাকতে পারলে বাঙালিকে আর পায় কে।