Suvendu Adhikari: অর্জুন গড়ে বিজেপি-র দায়িত্ব শুভেন্দু অধিকারীকে! বালিগঞ্জ মডেলে ব্যারাকপুর ঝাঁপাবে বামেরা!

সাংসদ অর্জুন সিং তৃণমূলে ফেরার পর ব্যারাকপুর শিল্পাঞ্চলে স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে পড়েছে বিজেপি। ২০২১ বিধানসভা নির্বাচনে ব্যারাকপুরে একমাত্র অর্জুনের ব্যক্তিগত ক্যারিশ্মায় ভাটপাড়ায় জিতেছিল বিজেপি।

Suvendu Aadhikari. (Photo Credits: Facebook)

কলকাতা, ২৩ মে: সাংসদ অর্জুন সিং (Arjun Singh) তৃণমূলে ফেরার পর ব্যারাকপুর শিল্পাঞ্চলে স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে পড়েছে বিজেপি। ২০২১ বিধানসভা নির্বাচনে ব্যারাকপুরে একমাত্র অর্জুনের ব্যক্তিগত ক্যারিশ্মায় ভাটপাড়ায় জিতেছিল বিজেপি। অর্জুনের ছেলে পবন সিংও তৃণমূলে যোগ দিতে চলেছেন। ফলে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপি শূন্য হতে চলেছে। দলের এমন কঠিন সময়ে অর্জুন গড় উদ্ধারে তৃণমূল থেকে আসা নেতার ওপরেই ভরসা রাখল বিজেপি। স্থানীয়দের ওপর নয়, ব্যারাকপুরের বিজেপি সাংগঠনিক জেলায় দায়িত্ব দেওয়া হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

আগামী বুধবার ব্যারাকপুরে একটি সাংগঠনিক বৈঠক হবে। সেই বৈঠকে শুভেন্দুর নেতৃত্ব দেবেন। সেখানেই তাঁকে সরকারীভাবে দায়িত্ব দেওয়া হবে। বিজেপি-র শীর্ষ নেতৃত্বের ইচ্ছাতেই শুভেন্দুকে অর্জুন গড়ে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে খবর।

ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ এতদিন ব্যারাকপুরের বিজেপি সাংগঠনিক জেলায় দায়িত্বে ছিলেন। ২০২৪-এ ব্যারাকপুর লোকসভা ধরে রাখতে হলে বিজেপি এখানে ম্যাজিক করতে হবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। শুভেন্দুর কাজ হবে সেই ম্যাজিক করা। যদিও শুভেন্দু এখন নিজ গড়েই কোণঠাসা। ভোটে হেরে কাঁথি পুরসভা হাতছাড়া হয় অধিকারী পরিবারের। আরও পড়ুন: Anubrata Mondal: গরু পাচার মামলার পর এবার ভোট পরবর্তী হিংসায় অনুব্রত মণ্ডলকে তলব সিবিআইয়ের

২০১৯ লোকসভায় নিজের ক্যারিশ্মা, আর বিজেপি-র প্রচারে জেতেন অর্জুন সিং। অর্জুন ছাড়া ব্যারাকপুরে জিততে হলে বড় মাপের কোনও তৃণমূল নেতার পদ্ম শিবিরে যোগ দিতে হবে, যিনি অর্জুনের মত সাহস নিয়ে একাই দলকে জিতিয়ে আনবেন। কিন্তু রাজ্যের বর্তমান রাজনৈনিত পরিস্থিতিতে সেই সম্ভাবনা এখন একদমই নেই। শুভেন্দুর লক্ষ্য থাকবে অর্জুনকে দলে ফেরানোয় ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে তৈরি হওয়া অসন্তোষ-ক্ষোভকে কাজে লাগিয়ে বিজেপি-র ঘরে সুফল তোলা। যদিও কাজটা বেশ কঠিন। সেই হিসেবে দেখলে বামেরা এখন ব্যারাকপুরে জমি পেয়ে যেতে পারে। যেভাবে বালিগঞ্জে বিজেপি ছেড়ে দিদির দলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে উপনির্বাচনে লড়ে দারুণ ফল করেন সিপিএম প্রার্থী সায়রা শাহ আলম। বালিগঞ্জ মডেলে ব্যারাকপুরে ঝাঁপাতে পারে বামেরা। নো ভোট ফর বিজেমুল-স্লোগানে ব্যারাকপুরে কামব্যাক চাইছে বামেরা।