Suvendu Adhikari: রবিবার ফের রাজভবন অভিযানে শুভেন্দু, ১০০ 'আক্রান্ত'দের নিয়ে দেখা করবেন রাজ্যপালের সঙ্গে

রাজ্যে ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজভবনের সামনে বিক্ষোভ করার অনুমতি চেয়ে পুলিশ কমিশনের কাছে চিঠি জমা দিয়েছেন তিনি। আগামীকাল রবিবার সন্ধ্যায় ভোটের হিংসায় আক্রান্ত ১০০ জনকে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন তিনি।

Photo Credits: ANI

লোকসভার ফল ঘোষণার পর থেকে রাজ্যের নানা জায়গায় বিজেপির কর্মী সমর্থকদের উপর হামলা, আক্রমণ চালানো হয়েছে। সেই অভিযোগে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিকে বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবন (Raj Bhavan) যাওয়ার পথে বাধা পান রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যপালের সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতার সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। রাজভবনের (Raj Bhavan) বাইরেই ব্যারিকেড করে কলকাতা পুলিশ আটকে দিয়েছিল শুভেন্দুদের। এমন ঘটনার চরম নিন্দা করে শুভেন্দু বলেন, ১৯৭৭ সালে যখন দেশে জরুরি অবস্থা ছিল তখনও এমন ঘটনা ঘটেনি। যদিও লালবাজারের তরফে ঘটনার ব্যাখা দিয়ে জানানো হয়, রাজভবনের বাইরে সব সময়েই ১৪৪ ধারা জারি থাকে। সুতরাং ৫ জনের বেশি সেখানে ঘোরাফেরা করা নিষেধ। অথচ রাজ্যের বিরোধী দলনেতা (Suvendu Adhikari) প্রায় ২০০ লোক নিয়ে এদিন রাজভবনের অন্দরে প্রবেশ করতে চেয়েছিল। তাই নিয়ম মেনেই তাঁদের আটকে দেওয়া হয়েছে। এর পাশাপাশি ওই বিপুল সংখ্যক লোক নিয়ে যে শুভেন্দু সেখানে আসছেন সে বিষয়েও কলকাতা পুলিশকে কিছু জানানো হয়নি।

এরপরেই শুভেন্দুর (Suvendu Adhikari) তরফে চিঠি গিয়েছে পুলিশ কমিশনের কাছে। রাজ্যে ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজভবনের (Raj Bhavan) সামনে বিক্ষোভ করার অনুমতি চেয়ে পুলিশ কমিশনের কাছে চিঠি জমা দিয়েছেন তিনি। সেখানে জানানো হয়েছে, আগামীকাল রবিবার সন্ধ্যায় ভোটের হিংসায় আক্রান্ত ১০০ জনকে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন তিনি।

যদিও বিজেপির অভিযোগ, সাক্ষাৎপ্রার্থীদের তালিকা পাঠিয়ে রাজভবনের থেকে অনুমতি নেওয়া সত্ত্বেও শুভেন্দুদের আটকে দেওয়া হয়েছিল। রাজ্যপাল দফতরের সঙ্গে যোগাযোগ করা হলে সেখান জানিয়ে দেওয়া হয়, রাজভবনের বাইরের এলাকা কলকাতা পুলিশের অধীনে। সেখানে তাঁদের কিছু করার নেই।