Suvendu Adhikari: পশ্চিমবঙ্গে কেউ নিরাপদ নয়, নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার নিন্দা শুভেন্দুর
"পশ্চিমবঙ্গে কেউ নিরাপদ নয়, এমনকী জনপ্রতিনিধিও।" স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ের উপর হামলার প্রতিবাদ জানিয়ে শুক্রবার সন্ধ্যায় এই মন্তব্যই করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কলকাতা: "পশ্চিমবঙ্গে কেউ নিরাপদ (safe) নয়, এমনকী জনপ্রতিনিধিও (public representatives)।" স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী (Home Ministry's MOS) নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) কনভয়ের (convoy) উপর হামলার প্রতিবাদ জানিয়ে শুক্রবার সন্ধ্যায় এই মন্তব্যই করলেন রাজ্যের বিরোধী দলনেতা (LoP) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
পুলিশ ও তৃণমূলের বেআইনি গাঁটছড়াকে কটাক্ষ করে তিনি আরও বলেন, "পশ্চিমবঙ্গে এখন পুলিশ (Police) তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে আর তৃণমূল (TMC) কাটমানি (cut money) তুলছে। রাজ্যে আইনের শাসন (Law and order) কোনওভাবে মানা হচ্ছে না।"
সরকারি মদতে রাজ্যে হয়ে যাওয়া বিভিন্ন দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে ওই বিজেপি নেতা বলেন, "ইডি (ED) গোরুপাচার (cattle smuggling) সংক্রান্ত মামলাগুলি দিল্লিতে দায়ের করেছে। প্রচুর মানুষ এই বিষয়ের সঙ্গে যুক্ত আছে। যদি তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে প্রত্যেককে তিহার জেলে পাঠানো হবে। এখানে যে সুবিধাগুলো নিচ্ছে সেখানে তারা এসবের কিছুই পাবে না। তৃণমূল হল সেই সমস্ত চোরেদের সরকার যারা কয়লা (coal), গোরুপাচার (cattle smuggling), পঞ্জি স্কিম (ponzi schemes) ও নিয়োগ দুর্নীতিতে (recruitment scam) যুক্ত রয়েছে।"