WB Assembly Elections ২০২১: ‘দড়ি ধরে মারো টান রানি হবে খান খান’, নন্দীগ্রামে নাম না করেই মমতাকে আক্রমণ শুভেন্দুর

আজ বিজেপি প্রার্থী হিসেবে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে তিনি রাজনৈতিক কার্যালয়ের উদ্বোধন করতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন। পথে নেমেই শুভেন্দু বলেন, “আমি নন্দীগ্রামের ভোটার। এখানকার মাটির ছেলে। দুধ কা দুধ পানি কা পানি হো জায়গা। উনি নন্দীগ্রামের নিরাপত্তা নিয়ে ভাবছেন না। আম্ফানের টাকায় ঘুরে বেড়াচ্ছেন। কাল জুতো পরে মন্দিরে প্রণাম করেছেন।”

মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী (Picture Credits: Facebook)

নন্দীগ্রাম, ১০ মার্চ: ইতিমধ্যেই রেয়াপাড়ার শিবমন্দিরে পুজো দিতে চলে এসেছেন তৃণমূল নেত্রী তথা নন্দীগ্রাম বিধানসভার ভোটপ্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী হিসেবে আজই তাঁর হলদিয়া মহকুমা শাসকের অফিসে মনোনয়ন জমা দেওয়ার কথা। এদিকে নন্দীগ্রামে রয়েছেন প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ বিজেপি প্রার্থী হিসেবে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে তিনি রাজনৈতিক কার্যালয়ের উদ্বোধন করতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন। পথে নেমেই শুভেন্দু বলেন, “আমি নন্দীগ্রামের ভোটার। এখানকার মাটির ছেলে। দুধ কা দুধ পানি কা পানি হো জায়গা। উনি নন্দীগ্রামের নিরাপত্তা নিয়ে ভাবছেন না। আম্ফানের টাকায় ঘুরে বেড়াচ্ছেন। কাল জুতো পরে মন্দিরে প্রণাম করেছেন।”

সেখান থেকেই মাননীয়ার উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে শুভেন্দু বলেন, ১৭টার মধ্যে ২টো অঞ্চলের নাম বলুন। আমার ভোটের দায়িত্ব আপানাদের। পশ্চিমবঙ্গে এবার পরিবর্তন হচ্ছে বিজেপি আসছে। আমার পোস্টার ছিঁড়েছে। কালি লাগিয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। বাকি আমি ঘরের ছেলে আছি। হয়ে যাবে। দড়ি ধরে মারো টান রানি হবে খান খান।” আরও পড়ুন-WB Assembly Elections2021: ৫০ হাজার ভোটে হারবেন বিজেপির নদিয়া চাঁদ বাউড়ি, পুরুলিয়ায় পড়ল পোস্টারএদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম কেন্দ্রে জনসভা শুরুর আগে রেয়াপাড়া ও শিবমন্দিরে পুজো দিলেন, নিজেই করলেন আরতি। সংকল্পও করেন। রোড শো করে মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা করে ফের ফিরবেন নন্দীগ্রামে। আগামী কাল কলকাতায় ফিরে দুপুর দুটোয় নির্বাচনী ইস্তাহার প্রকাশ করবেন তিনি।