Child Trafficking Case: সারোগেসির মাধ্যমে সন্তান জন্ম দিয়ে বিক্রি করত মোটা টাকায়, শিশু পাচার চক্রের তদন্তে নেমে হতবম্ব পুলিশ আধিকারিকদের
শিশু পাচার চক্রের নতুন কীর্তি এল সামনে। দুঃস্থ, নিঃসঙ্গ মহিলাদের সারোগেসি মাদার বানিয়ে সন্তান জন্ম দিয়ে তা বিক্রি করা হচ্ছে চড়া দামে।
শিশু পাচার চক্রের নতুন কীর্তি এল সামনে। দুঃস্থ, নিঃসঙ্গ মহিলাদের সারোগেসি মাদার (Surrogacy Mother) বানিয়ে সন্তান জন্ম দিয়ে তা বিক্রি করা হচ্ছে চড়া দামে। গত রবিবারই এই ঘটনার মূল চক্রী মানিক হালদারকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, শালিমার স্টেশনের কাছে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, এই ঘটনায় বিহার যোগও সামনে এসেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সম্প্রতি যে বাচ্চাটিকে উদ্ধার করা হয়েছে তাঁর জন্মদাত্রী মা বিহার নিবাসী এক ডিভোর্সি মহিলা। বিহারের এই চক্রের হয়ে কাজ করতেন মানিক ও তাঁর স্ত্রী মুকুল।
প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, মুকুল একটি আইভিএফ সেন্টারে কর্মরতা। ফলে তাঁর কাছে নিঃসন্তান দম্পতিরা যোগাযোগ করতেন। আর সেই অনুযায়ী বিহারের ওই চক্রের সঙ্গে যোগাযোগ করতেন মানিক। এক একটি শিশুর বিনিময়ে ৩-১২ লক্ষ টাকা দাবি করত এই দম্পতি। অভিযুক্ত মানিক এই চক্রের সঙ্গে ৫ বছর ধরে জড়িত রয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি আধিকারিকরা। বর্তমানে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে একাধিক সন্দেহজনক লেনদেন নজরে এসেছে তাঁদের।