সুপ্রিম কোর্ট (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ৬ জানুয়ারি: সোমবার সুপ্রিম কোর্ট (Supreme Court) পশ্চিমবঙ্গ মাদ্রাসা কমিশন আইন, ২০০৮ (West Bengal Madrasah Service Commission Act, 2008) বহাল রেখে রাজ্যের মাদ্রাসায় শিক্ষক নিয়োগের পথ পরিষ্কার করে দিল। এই আইনের অধীনে গঠিত কমিশন কর্তৃক শিক্ষকদের নিয়োগের বিষয়টিও শীর্ষ আদালত বহাল রেখেছেন। সোমবার সকালে বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি ললিতের বেঞ্চ নিজেদের রায়ে জানিয়েছেন, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন আইন ২০০৮ সাংবাধানিকভাবে বৈধ।

এখনও পর্যন্ত মাদ্রাসা পরিচালন সমিতিতে যাঁদের শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে, বৃহত্তর স্বার্থে তাঁদের নিয়োগ বহাল থাকবে। পাশাপাশি আদালত এও জানিয়েছে যে, সরকার বা যে সংগঠন সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে আর্থিক সাহায্য দিচ্ছে, তারা শুধু শিক্ষকের নাম প্রস্তাবই নয়, সরাসরি শিক্ষক নিয়োগও করতে পারবে। আরও পড়ুন, শুরু পুরভোটের তোড়জোড়, বস্তিবাসীদের জন্য আসছে নতুন প্রকল্প 'বাংলার বাড়ি'

শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের রায়কে খারিজ করে জানিয়ে দিয়েছে, ২০০৮ সালে রাজ্য সরকার যে মাদ্রাসা সার্ভিস কমিশন আইন তৈরি করেছে, তা বৈধ। রাজ্যের বিভিন্ন মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগের অধিকার কার হাতে থাকবে, মাদ্রাসাগুলির পরিচালক ম্যানেজমেন্ট কমিটি না কি মাদ্রাসা সার্ভিস কমিশন এই নিয়ে ছিল বড়সড় প্রশ্ন। এই প্রশ্নের জবাবের দিকে তাকিয়ে ছিল গোটা রাজ্য৷


আপনি এটাও পছন্দ করতে পারেন

West Bengal: মালদায় বজ্রপাত প্রাণ কাড়ল ১১ জনের, আর্থিক সাহায্যের আশ্বাস প্রশাসনের

Giriraj Singh On Mamata Banerjee: 'বাংলাকে মুসলিম রাজ্যে পরিণত করার চেষ্টায় মমতা', মন্তব্য গিরিরাজের

Sandeshkhali: গঙ্গাধর কয়ালের মামলার শুনানি আজ

Arvind Kejriwal: কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণ চেয়ে দায়ের হওয়া মামলা 'ভিত্তিহীন', হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও খারিজ মামলা

Loksabha Election 2024: চতুর্থ দফায় সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১০.৩৫%, এগিয়ে বাংলা; কাশ্মীর পার করল ৫%

Modi in Hooghly: '৩৬৫ দিনই মা, দেবী মা এবং ভারত মায়ের পুজো করে ভারতবাসী', হুগলির সভা থেকে মাতৃ দিবসের রসনা জগালেন মোদী

Arvind Kejriwal: অন্তর্বতী জামিনে ২১ দিনের মুক্তিতে কী কী করতে পারবেন না অরবিন্দ কেজরিওয়াল, দেখুন

Bhajanlal Sharma: দুর্নীতিমুক্ত করতে এসে দুর্নীতির পাঁকে পড়ে গিয়েছে কেজরিওয়াল, মন্তব্য রাজস্থানের মু্খ্যমন্ত্রীর