Sukanta Majumdar On Balurghat Shocker: আদিবাসী মহিলাদের নাকে খত দেওয়ার ঘটনায় রাষ্ট্রপতিকে চিঠি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

সম্প্রতি বালুরঘাট লোকসভায় কেন্দ্রের ভোটার কয়েকজন আদিবাসী মহিলা বিজেপি যোগদান করেছিলেন। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই চারজন আদিবাসী মহিলা কয়েক কিলোমিটার নাকে খত দিয়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে এসে দলের জেলা নেত্রীর হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগদানের কথা ঘোষণা করেন।

Photo Credits: FB

কলকাতা: সম্প্রতি বালুরঘাট লোকসভায় কেন্দ্রের ভোটার কয়েকজন আদিবাসী মহিলা (Tribal women) বিজেপি (BJP) যোগদান করেছিলেন। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই চারজন আদিবাসী মহিলা কয়েক কিলোমিটার নাকে খত দিয়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে এসে দলের জেলা নেত্রীর হাত থেকে তৃণমূলের (TMC) পতাকা হাতে তুলে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগদানের কথা ঘোষণা করেন। বিজেপিতে যোগ দিয়েছিলেন বলে নাকে খত দিয়ে প্রায়শ্চিত্ত করছেন বলেও দাবি করেন। যদিও এই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্য রাজ্যনীতিতে তুমুল আলোড়নের সৃষ্টি হয়েছে।

পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস জোর করে তাঁদের দিয়ে এই কাণ্ড করিয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা-নেত্রীরা। এবার তৃণমূলের এই স্বৈরতান্ত্রিক আচরণের (autocracy) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) ও জাতীয় তপশিলি উপজাতি কমিশনের চেয়ারম্যান (Chairman of the National Commission for Scheduled Tribes) হর্ষ চৌহানকে (Harsha Chauhan) চিঠি (letter) পাঠালেন বালুরঘাটের সাংসদ (Balurghat MP) ও বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার (West Bengal BJP chief Sukanta Majumdar)। তাঁর লোকসভায় ঘটা এই পাশবিক ঘটনার ন্যায় বিচার চেয়ে আবেদন জানিয়েছেন তিনি।

তাঁর লেখা চিঠিতে তিনি উল্লেখ করেছেন, "মহিলা ও উপজাতি সম্প্রদায়ের মানুষের উপর ঘটা এই পাশবিক ও স্বৈরতান্ত্রিক ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি আমি।" আর পড়ুন: Ram Navami Violence Was Pre Planned: রাম নবমীর সহিংসতা 'পূর্বপরিকল্পিত'! সিবিআই তদন্তের জন্য শুভেদু অধিকারীর আবেদনের উপর আদেশ সংরক্ষণ করল কলকাতা হাইকোর্ট

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now