Sukanta Majumdar Writes To Amit Shah: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হওয়া হিংসাত্মক পরিস্থিতি ঠেকাতে অবিলম্বে হস্তক্ষেপ করুন, অমিত শাহকে চিঠি সুকান্ত মজুমদারের

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব থেকেই অশান্তি ছড়িয়েছে পশ্চিমবঙ্গে। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থেকে মুর্শিদাবাদ, বীরভূম থেকে উত্তর দিনাজপুর। সব জায়গাতেই বিরোধীদের উপর আক্রমণ করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

Photo Credits: Instagram

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের (West Bengal's Panchayat Elections 2023) মনোনয়ন (Nomination) পর্ব থেকেই অশান্তি (Violence) ছড়িয়েছে পশ্চিমবঙ্গে। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থেকে মুর্শিদাবাদ, বীরভূম থেকে উত্তর দিনাজপুর। সব জায়গাতেই বিরোধীদের উপর আক্রমণ করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ভাঙড়ে ইতিমধ্যেই হিংসার ফলে মৃত্যু হয়েছে তিন জনের। উত্তর দিনাজপুরেও দুজন গুলিবিদ্ধ হয়েছে বলে অভিযোগ।

এই অবস্থায় শুক্রবার পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র তৈরি হওয়া অশান্তির ঘটনা রুখতে ও রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি (security situation) বজায় রাখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Union Home Minister Amit Shah) অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ (immediate intervention) করার আবেদন জানিয়ে চিঠি লিখলেন (writes) বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (West Bengal BJP president Sukanta Majumdar)। আরও পড়ুন: Mamata Attacks Congress And CPI(M): সিপিএমের সঙ্গে জোট করার জন্য কংগ্রেসকে তীব্র আক্রমণ মমতার, ভিডিয়োতে দেখুন কী বললেন মুখ্যমন্ত্রী