Subrata Mukherjee: সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে ডুকরে কেঁদে উঠলেন সুব্রত বক্সী
গত ২৪ অক্টোবর গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় সুব্রত মুখোপাধ্যায়কে। তারপর থেকে পিজিতেই চলছিল তাঁর চিকিৎসা। চিকিৎসার মাঝে শরীর একটু আধটু ভাল হতেই হাসপাতালে বসেই কাজ শুরু করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী।
কলকাতা, ৫ নভেম্বর: সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) মৃত্যুতে কেঁদে ফেললেন সুব্রত বক্সী। কলকাতার প্রাক্তন মেয়রকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে অঝোরে কেঁদে ফেলেন তৃণমূল কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা তথা রাজ্য সভাপতি সুব্রত বক্সী (Subrata Bakshi)। তিনি যেন কিছুতেই বলতে পারলেন না প্রিয় সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে।
গত ২৪ অক্টোবর গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় সুব্রত মুখোপাধ্যায়কে। তারপর থেকে পিজিতেই চলছিল তাঁর চিকিৎসা। চিকিৎসার মাঝে শরীর একটু আধটু ভাল হতেই হাসপাতালে বসেই কাজ শুরু করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী।
আরও পড়ুন: Aryan Khan: মাদক মামলায় হাজিরা, এনসিবি অফিসে আরিয়ান খান
যদিও শেষরক্ষা হয়নি। বৃহস্পতিবার রাত ৯.২২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বর্ষীয়ান রাজনীতিবিদের মৃত্যুতে ভেঙ পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর আগেও সুব্রত মুখোপাধ্যায় একবার হৃদরোগে আক্রান্ত হন। অনেক কষ্ট করে তাঁকে ফিরিয়ে আনা হয়েছিল কিন্তু এবার আর তা হল না বলে ভারাক্রান্ত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী।