Saugata Roy On Karnataka Exit Polls: 'বিজেপি হারছে বলে আমি খুব খুশি', ভিডিয়োতে দেখুন কর্নাটকের এগজিট পোল নিয়ে সৌগত রায়ের বক্তব্য

বুধবার কর্নাটক বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হতে বিভিন্ন এগজিট পোলের সমীক্ষায় দেখা গেছে সেখানে সংখ্যাগরিষ্ঠ আসন পেতে চলেছে কংগ্রেস।

Photo Credits: PTI

কলকাতা: বুধবার কর্নাটক বিধানসভা নির্বাচনের (Karnataka Assembly Election 2023) ভোটগ্রহণ শেষ হতে বিভিন্ন এগজিট পোলের (Karnataka exit polls) সমীক্ষায় দেখা গেছে সেখানে সংখ্যাগরিষ্ঠ (majority) আসন পেতে চলেছে কংগ্রেস (Congress)। এরপরই দেশজুড়ে এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। বুধবার রাতে এপ্রসঙ্গে নিজের বক্তব্য রাখলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ও (TMC MP Saugata Roy)।

সংবাদ সংস্থা পিটিআইতে সাক্ষাৎকার দেওয়ার সময় এপ্রসঙ্গে সৌগত রায় বলেন, "কংগ্রেস অনেক দূরে এগিয়ে গেছে এবং খুব সম্ভবত কর্নাটকে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে তারা। আর আমি খুব খুশি এই কারণে যে আমি চাই বিজেপি (BJP) হারুক।" আরও পড়ুন: Sharaf House fire: রাজভবনের পাশে শরাফ হাউসে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন (Watch Video)



@endif