JMB Linkman Arrested: বারাসতে STF-এর জালে JMB জঙ্গিদের লিঙ্কম্যান

বেহালার পর বারাসত৷JMB জঙ্গিদের লিঙ্কম্যান গ্রেপ্তার বারাসতে৷ গত সপ্তাহে ধৃত তিন জঙ্গিকে জেরা করেই লালু ওরফে রাহুল সেনের নাম জানতে পারে STF৷ বৃহস্পতিবার সকালে বারাসতের বাড়ি থেকে তাকে বমাল ধরা হয়৷

প্রতীকী ছবি(Photo Credit: ANI)

বারাসত, ১৫ জুলাই: বেহালার পর বারাসত৷JMB জঙ্গিদের লিঙ্কম্যান গ্রেপ্তার বারাসতে৷ গত সপ্তাহে ধৃত তিন জঙ্গিকে জেরা করেই লালু ওরফে রাহুল সেনের নাম  জানতে পারে STF৷ বৃহস্পতিবার সকালে বারাসতের বাড়ি থেকে তাকে বমাল ধরা হয়৷  বাংলাদেশ থেকে আসা JMB জঙ্গিদের থাকার ব্যবস্থা থেকে শুরু করে ভুয়ো সরকারি পরিচয়পত্রের(আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড)জোগান দিত লালু৷ হাওয়ালার মাধ্যেমে টাকার লেনদেনও করত সে৷   এই জঙ্গিদের আর্থিক খরচ আসত লালুর কাছ থেকেই৷ STF লালুর বাড়ি থেকে দুটি ল্যাপটপ ও একটি আই প্যাড উদ্ধার করেছে৷ সেগুলি থেকে তথ্য উদ্ধারে চেষ্টা চলছে৷ তাহলেই বোঝা যাবে লালু JMB জঙ্গিদের ঠিক কী ধরনের সহযোগিতা করত৷ ভারতের কোথায় কোথায় জাল বিছিয়েছিল তারা৷ আরও পড়ুন-COVID-19 Positive Rishabh Pant: ইউরো কাপ দেখতে গিয়ে করোনা আক্রান্ত ঋষভ পন্ত

জানা গেছে, আজ বৃহস্পতিবার ধৃত রাহুল সেনকে তোলা হবে ব্যাংকশাল কোর্টে৷ গত সপ্তাহেই তিন JMB জঙ্গিকে হরিদেবপুরের আস্তানা থেকে গ্রেপ্তার করে STF৷ জেরায় ধৃতরাই জানিয়েছিল লালুর কথা৷ তিন জঙ্গিই বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা৷