West Bengal: ‘৫৬ ইঞ্চি ছাতির Tale, Don’t Touch My Body, I Am Male', পোস্টার হাতে নবান্ন অভিযানের বিরোধিতায় তৃণমূলের বিক্ষোভ; দেখুন ছবি

এবার বিজেপির নবান্ন অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করল তৃণমূল। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (State Minister Chandrima Bhattacharya) নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিধায়করা এদিন বিক্ষোভ দেখান।

State Minister Chandrima Bhattacharya leads TMC MLAs' protest against BJP's 'Nabbana Chalo' march (Photo :ANI)

কলকাতা, ১৫ সেপ্টেম্বর : এবার বিজেপির নবান্ন অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করল তৃণমূল। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের  (State Minister Chandrima Bhattacharya) নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিধায়করা এদিন বিক্ষোভ দেখান। বিক্ষুব্ধ বিধায়কদের হাতে ছিল পোস্টার তাতে লেখা, — ‘৫৬ ইঞ্চি ছাতির টেল (গল্প), ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেল (পুরুষ)।’ গত মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানের সময় শুভেন্দু অধিকারী মহিলা পুলিশদের দেখে  বলেছিলে, '‘Don’t Touch My Body, I Am Male।’' আরও পড়ুন-Trivendra Singh Rawat Climbs Rock to Save Himself: কনভয়ের সামনে হাতি! প্রাণে বাঁচতে পাহাড়ে চড়ছেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী (দেখুন ভিডিও)

উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর ‘লেডি পুলিশ’ মন্তব্য এবং দুর্নীতির অভিযোগ ঘিরে শাসক এবং বিরোধী শিবিরের বিরোধীদের তরজায় এদিন উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা কক্ষ। দুর্নীতির বিরুদ্ধে, গলা তুলে প্রতিবাদ শুরু করেন বিজেপি বিধায়করা। ওয়েলেও নেমে যান কেউ কেউ। এরপর শুভেন্দু ও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে লেখা পোস্টার নিয়ে পাল্টা দেয় শাসক দল তৃণমূলের বিধায়করা। পরে বিজেপি বিধায়করা বিধানসভা থেকে ওয়াক আউট করেন।