Kolkata: কলকাতার ৫টি উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত

কলকাতা শহরের কয়েকটি উড়ালপুলের (Flyovers) স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পর্যায়ক্রমে ৫টি উড়ালপুলের ভারবহনক্ষমতা পরীক্ষা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এইচআরবিসি (HRBC) ও কলকাতা পুলিশের (Kolkata Police) বৈঠকে। জানা গিয়েছে, আড়াই দিন ধরে পরীক্ষা চলবে প্রতিটি উড়ালপুলের। তার জন্য সাময়িক বন্ধ রাখা হবে যান চলাচল। এবিপি আনন্দর খবর অনুযায়ী, চলতি মাসের শেষের দিক থেকেই এই পরীক্ষার কাজ শুরু হবে। নভেম্বরের শেষে পরীক্ষা করা হবে পার্কস্ট্রিট উড়ালপুলের। পরে এজেসি বোস উড়ালপুল-সহ অন্যগুলিরও স্বাস্থ্য পরীক্ষা হবে। যান চলাচল টানা বন্ধ না রেখে ৮ ঘন্টা বন্ধ করে পরীক্ষা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

শিয়ালদা ফ্লাইওভার( Photo Credit: Social Media)

কলকাতা, ১৭ নভেম্বর: কলকাতা শহরের কয়েকটি উড়ালপুলের (Flyovers) স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পর্যায়ক্রমে ৫টি উড়ালপুলের ভারবহনক্ষমতা পরীক্ষা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এইচআরবিসি (HRBC) ও কলকাতা পুলিশের (Kolkata Police) বৈঠকে। জানা গিয়েছে, আড়াই দিন ধরে পরীক্ষা চলবে প্রতিটি উড়ালপুলের। তার জন্য সাময়িক বন্ধ রাখা হবে যান চলাচল। এবিপি আনন্দর খবর অনুযায়ী, চলতি মাসের শেষের দিক থেকেই এই পরীক্ষার কাজ শুরু হবে। নভেম্বরের শেষে পরীক্ষা করা হবে পার্কস্ট্রিট উড়ালপুলের। পরে এজেসি বোস উড়ালপুল-সহ অন্যগুলিরও স্বাস্থ্য পরীক্ষা হবে। যান চলাচল টানা বন্ধ না রেখে ৮ ঘন্টা বন্ধ করে পরীক্ষা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পর নড়েচড়ে বসে রাজ্য সরকার। শহরের বিভিন্ন উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। টালা, শিয়ালদা ও জীবনানন্দ সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। অরবিন্দ সেতু ও বালিগঞ্জের বিজন সেতুরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। আরও পড়ুন: Winter In West Bengal: রোদ্দুর উঠতেই নামল পারদ, কড়া নাড়ছে শীত

২০১৯ সালের অক্টোবরে টালা ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টেই বলা হয়, মেরামতি করে লাভ হবে না। ভেঙে ফের নতুন করে তৈরি করতে হবে ব্রিজ। গত বছরের জানুয়ারি থেকে টালা ব্রিজ ভাঙার কাজ শুরু হয়। পরে শুরু হয় তৈরির কাজ। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী বছর পয়লা বৈশাখের আগেই নতুন চেহারায় খুলে দেওয়া হতে পারে টালা ব্রিজ।