SSC Scam: পার্থর পর মানিক, এসএসসি দুর্নীতিতে তৃণমূল বিধায়ককে ইডির নোটিশ
বেআইনি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে ইডি হেফাজতে নিয়েছে। পার্থ এবং অর্পিতার ইডি হেফাজতের পর এবার জোড়াফুল শিবিরের আরও এক বিধায়ককে সমন পাঠানো হয়।
কলকাতা, ২৬ জুলাই: তৃণমূল কংগ্রেস (TMC) বিধায়ক মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) সমন পাঠাল ইডি। বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে মানিক ভট্টাচার্যকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। বেআইনি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে ইডি হেফাজতে নিয়েছে। পার্থ এবং অর্পিতার ইডি হেফাজতের পর এবার জোড়াফুল শিবিরের আরও এক বিধায়ককে সমন পাঠানো হয়।
ইডির কলকাতা অফিসেই বুধবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে মানিক ভট্টাচার্যকে।
প্রসঙ্গত পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মডেল, অভিনেত্রী অর্পিতার বাড়ি থেকে কীভাবে ওই বিপুল অর্থ উদ্ধার করা হল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। সেই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়কে হেফাজতে নেওয়া হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে।