Partha Chatterjee: 'গরিবের টাকা নিয়ে...', পার্থর দিকে জুতো ছুঁড়ে ক্ষোভে ফেটে পড়লেন মহিলা, দেখুন ভিডিয়ো
মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি অর্পিতা মুখোপাধ্যায়কেও জোকার ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। হাসপাতালে প্রবেশের সময় ক্যামেরা দেখে ফের মুখ খোলেন অর্পিতা।
কলকাতা, ২ অগাস্ট: জোকার ইএসআই হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়কে দেখার পরপর জুতো ছুঁড়ে মারেন এক মহিলা। পার্থ চট্টোপাধ্যায়ের গায়ে ওই জুতো না লাগেনি কিন্তু ক্ষোভে ফেটে পড়েন ওই মহিলা। তিনি বলেন, গরিব মানুষের টাকা নিয়ে এখানে ওখানে ফ্ল্যাট কিনে রেখেছেন পার্থ। প্রাক্তন মন্ত্রীর টাকে জুতো লাগলে তিনি খুশি হতেন বলেও ক্ষোভে ফেটে পড়েন ওই মহিলা। শুধু তাই নয়, পার্থ চট্টোপাধ্যায়ের দিকে জুতো ছুঁড়ে মারার পর তিনি এখন খালি পায়ে বাড়িতে যাচ্ছেন বলেও জানান সংশ্লিষ্ট মহিলা। দেখুন...
মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) পাশাপাশি অর্পিতা মুখোপাধ্যায়কেও জোকার ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। হাসপাতালে প্রবেশের সময় ক্যামেরা দেখে ফের মুখ খোলেন অর্পিতা। তিনি দাবি করেন, বাড়ি থেকে যে অর্থ উদ্ধার হয়েছে, তা তাঁর নয়। তাঁর অজান্তেই ওই সব অর্থ বাড়িতে রেখে আসা হত।
আরও পড়ুন: Monkeypox: দিল্লিতে তৃতীয় সংক্রমণ, আরও এক নাইজেরিয়ান আক্রান্ত মাঙ্কিপক্সে
তবে ওই অর্থ কার, সে বিষয়ে এখনও কোনও মন্তব্য করতে শোনা যায়নি অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee)।