SSC Scam: নবম-দশম শিক্ষক নিয়োগ মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

নবম-দশম শিক্ষক নিয়োগ মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন। নতুন এফআইআর দায়ের করে তদন্ত করবে সিবিআই, নির্দেশ বিচারপতির। বিচারপতির আরও নির্দেশ, সিবিআই চাইলে যে কোনও সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। শান্তিপ্রসাদ সিনহা ও জড়িত অন্যান্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

CBI (Photo Credit: PTI)

কলকাতা, ৭ এপ্রিল: নবম-দশম শিক্ষক নিয়োগ মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন। নতুন এফআইআর দায়ের করে তদন্ত করবে সিবিআই, নির্দেশ বিচারপতির। বিচারপতির আরও নির্দেশ,  সিবিআই চাইলে যে কোনও সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। শান্তিপ্রসাদ সিনহা ও জড়িত অন্যান্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।