Bansdroni: বৃদ্ধ বাবাকে সম্পত্তির জন্য বেধড়ক মার, পুলিশ দেখে অস্ত্র নিয়ে তেড়ে গেল যুবক, ধন্ধুমার কাণ্ড বাঁশদ্রোণীতে
সম্পত্তি ও টাকা পয়সার দাবিতে বাবার ওপর চড়াও ছেলে। আর সেই ছেলেকে আটকাতে গিয়ে উল্টে মার খেলেন পুলিশকর্মী।
সম্পত্তি ও টাকা পয়সার দাবিতে বাবার ওপর চড়াও ছেলে। আর সেই ছেলেকে আটকাতে গিয়ে উল্টে মার খেলেন পুলিশকর্মী। খাস কলকাতায় এমনই এক ঘটনা ঘটল রবিবার। এদিন বিকেলে বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে এক বৃদ্ধকে মারধর করে ঘরবন্দি করে রাখে এক যুবক। প্রতিবেশীরা তাঁকে আটকাতে গেলে ঘটে উল্টো বিপদ। ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ভয় দেখায় ওই ছেলে। শেষমেশ থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগ পেতেই ঘটনাস্থলে যায় পুলিশ। তাঁদের দেখেই আরও ক্ষেপে ওঠে ওই যুবক। কার্যত এক সিভিক ভলেন্টিয়ারকে তাড়া করে সে। অভিযোগ, তাঁর ওপর হামলাও করে ওই অভিযুক্ত।
জানা যাচ্ছে, একসময়ের নামকরা ইন্দুজা স্টুডিওর মালিক ছিলেন শম্ভুনারাণ ভট্টাচার্য। কিন্তু বর্তমানে আর্থিক সমস্যায় জর্জরিত। তবে তাঁর ছেলে রুদ্রনারায়ণ ভট্টাচার্য বাবার এই আর্থিক অবস্থা জানার পরেও নিত্যদিন টাকার দাবি করেন। স্থানীয়রা জানিয়েছেন, এই নিয়ে হামেশাই দুজনের মধ্যে ঝামেলা লাগত। তবে এদিনের অবস্থা চরমে পৌঁছয়। পুলিশের গাড়ির পাশাপাশি অ্যাম্বুলেন্স দেখেও ক্ষেপে যায় সে। ভাঙচুড় চালায় সেই গাড়িতেও কোনওমতে রুদ্রনারায়ণকে থামিয়ে তাঁর অস্ত্র বাজেয়াপ্ত করে পুলিশ।
আর তারপরেই তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, সম্পত্তি লিখিয়ে নিতে ও জমানো টাকা দেওয়ার দাবিতে এদিন বাবাকে মারধর করেছিল ছেলে। যদিও গোটা বিষয়টি তদন্ত করছে পুলিশ।