Raja Biscuit: বন্ধ হল রাজা বিস্কুটের কারখানা, কর্মহীন হয়ে পড়লেন প্রায় হাজার দুয়েক শ্রমিক

বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক কারখানা। সিমেন্ট থেকে গাড়ি কারখানায় বন্ধ হচ্ছে ঝাঁপ। দেশ তথা রাজ্যজুড়ে চাকরির অভাব। এর মধ্যে কোলকারখানাগুলি বন্ধ হয়ে বিপাকে শত শত শ্রমিক। ব্যারাকপুর শিল্পাঞ্চলে বন্ধ হচ্ছে একের পর এক কারখানা। শ্রমিক অসন্তোষের ফলে এবার লকআউট নোটিস ঝুলল সোদপুরের (Sodepur) রাজা বিস্কুট কারখানায় (Raja Biscuit)। কাজ হারালেন প্রায় ২ হাজার শ্রমিক।

রাজা বিস্কুট (Picture Credits: Wikimedia Commons)

কলকাতা, ১০ জানুয়ারি: বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক কারখানা। সিমেন্ট থেকে গাড়ি কারখানায় বন্ধ হচ্ছে ঝাঁপ। দেশ তথা রাজ্যজুড়ে চাকরির অভাব। এর মধ্যে কলকারখানাগুলি বন্ধ হয়ে বিপাকে শত শত শ্রমিক। ব্যারাকপুর শিল্পাঞ্চলে বন্ধ হচ্ছে একের পর এক কারখানা। শ্রমিক অসন্তোষের ফলে এবার লকআউট (Lockout) নোটিস ঝুলল সোদপুরের (Sodepur) রাজা বিস্কুট কারখানায় (Raja Biscuit)। কাজ হারালেন প্রায় ২ হাজার শ্রমিক।

দ্য ওয়াল-র খবর অনুযায়ী, শ্রমিকরা (Labourer) ন্যায্য পাওনার অভিযোগ জানাতে গেলে দু’জন শ্রমিককে গতকাল বরখাস্ত করে কর্তৃপক্ষ। তারপর অন্যান্য শ্রমিকরা একত্রে পাওনার দাবি ও ওই দু’জনকে বরখাস্ত করার বিরুদ্ধে ম্যানেজমেন্টের ঘরের সামনে বিক্ষোভ দেখায়। আজ সকালের শিফটে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা দেখেন, কারখানার গেটে লকআউট নোটিস ঝুলছে।

আরও পড়ুন, মুম্বই, দিল্লিকে পিছনে ফেলে আত্মহত্যার ঘটনায় এগিয়ে পশ্চিমবঙ্গ

এমনিতেই ধুঁকছে ব্যারাকপুর শিল্পাঞ্চল তথা বাংলার কলকারখানাগুলি। এই ঘটনার পর তীব্র অনিশ্চয়তার মধ্যে পড়েছে রাজা বিস্কুটের ২০০০ শ্রমিক। লাইন দিয়ে বন্ধ হয় কারখানা। গত সপ্তাহে ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলও বন্ধ হয়ে গেছিল। প্রায় কয়েক হাজার শ্রমিক সেখানে কাজ হারান। রাজা বিস্কুটের শ্রমিকদের তরফে জানানো হয়েছে, লকআউট নোটিস নিয়ে তারা জেলা লেবার কমিশনারের কাছে যাবেন। এখন দেখার প্রশাসনিক হস্তক্ষেপে রাজা বিস্কুট কারখানায় আবার কবে তালা খুলে কাজ শুরু হয়।



@endif