COVID-19 Cases In West Bengal: সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১,৭৩৩ জন
রাজ্যে (West Bengal) একদিনে রেকর্ড সংক্রমণ। একদিনে করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত ১ হাজার ৭৩৩ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৪ জনের। রাজ্যে মোট আক্রান্ত ৫ লাখ ৮৯ হাজার ৯২২ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩৩৫ জন। রাজ্যের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছেন ৫১৩ জন। মৃত্যু হয়েছে ২ জনের। হাওড়ায় একদিনে সংক্রমিত ১৫৯। মৃত্যু হয়েছে ২ জনের। উত্তর ২৪ পরগনায় একদিনে ৩৩১ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই দেশের কয়েকটি রাজ্যে নতুন করে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে করোনা আক্রান্তের সংখ্যা। যার কারণে চিন্তার ভাঁজ কেন্দ্রীয় সরকারের কপালে। গতকাল পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব।
কলকাতা, ৩ এপ্রিল: রাজ্যে (West Bengal) একদিনে রেকর্ড সংক্রমণ। একদিনে করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত ১ হাজার ৭৩৩ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৪ জনের। রাজ্যে মোট আক্রান্ত ৫ লাখ ৮৯ হাজার ৯২২ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩৩৫ জন। রাজ্যের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছেন ৫১৩ জন। মৃত্যু হয়েছে ২ জনের। হাওড়ায় একদিনে সংক্রমিত ১৫৯। মৃত্যু হয়েছে ২ জনের। উত্তর ২৪ পরগনায় একদিনে ৩৩১ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই দেশের কয়েকটি রাজ্যে নতুন করে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে করোনা আক্রান্তের সংখ্যা। যার কারণে চিন্তার ভাঁজ কেন্দ্রীয় সরকারের কপালে। গতকাল পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব।
এদিকে গত ৬ মাসে দেশে সর্বোচ্চ সংক্রমণ। যার কারণে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লাখ ৩ হাজার ১৩১ জন। তার মধ্যে বর্তমানে চিকিৎসা চলছে ৬ লাখ ১৪ হাজার ৬৯৬ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ১৫ লাখ ২৫ হাজার ৩৯ জন। করোনায় মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৩৯৬ জন। আরও পড়ুন: COVID-19 Cases In India: গত ৬ মাসে সর্বোচ্চ, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮১,৪৬৬ জন
দেশে মোট ৬ কোটি ৮৭ লাখ ৮৯ হাজার ১৩৮ জনকে করোনা ভ্যাকসিন (Vaccine) দেওয়া হয়েছে। তার মধ্যে গতকাল ৩৬ লাখ ৭১ হাজার ২৪২ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।