Sikh Man's Turban Disrespected: 'বাংলায় শিখ ভাইবোনেরা শান্তিতে আছেন', পাগড়ি-বিতর্কে টুইট স্বরাষ্ট্র দফতরের

বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযানের সময় বলবিন্দর সিং নামে এক শিখ ব্যক্তির পাগড়ি খুলে যায়। তা নিয়ে চলে রাজনৈতিক চাপানউতোর। পাগড়ি-বিতর্কে এবার টুইট করে স্বরাষ্ট্র দফতর। টুইটে জানায়,'বাংলায় শিখ ভাইবোনেরা শান্তিতে আছেন। আমরা তাঁদের ধর্মীয় বিশ্বাসকে শ্রদ্ধা করি। সম্প্রতি বেআইনি বিক্ষোভে একটি ঘটনা ঘটে। বেআইনি অস্ত্র সহ একজনকে গ্রেফতার করা হয়। সেই ঘটনাকে বিকৃত করে দেখানো হচ্ছে। নির্দিষ্ট স্বার্থে বিষয়টিকে সাম্প্রদায়িক রং দেওয়া হচ্ছে। সংকীর্ণ স্বার্থে সাম্প্রদায়িক রং দিচ্ছে একটি রাজনৈতিক দল। বাংলা এটা বিশ্বাস করে না। পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ করেছে। শিখ সম্প্রদায়ের প্রতি রাজ্য সরকার পূর্ণ শ্রদ্ধাশীল।'

পাগড়ি-বিতর্ক (Photo Credits: Twitter)

কলকাতা, ১১ অক্টোবর: বৃহস্পতিবার বিজেপির (BJP) নবান্ন অভিযানের সময় বলবিন্দর সিং নামে এক শিখ ব্যক্তির পাগড়ি খুলে যায়। তা নিয়ে চলে রাজনৈতিক চাপানউতোর। পাগড়ি-বিতর্কে এবার টুইট করে স্বরাষ্ট্র দফতর। টুইটে জানায়,'বাংলায় শিখ ভাইবোনেরা শান্তিতে আছেন। আমরা তাঁদের ধর্মীয় বিশ্বাসকে শ্রদ্ধা করি। সম্প্রতি বেআইনি বিক্ষোভে একটি ঘটনা ঘটে। বেআইনি অস্ত্র সহ একজনকে গ্রেফতার করা হয়। সেই ঘটনাকে বিকৃত করে দেখানো হচ্ছে। নির্দিষ্ট স্বার্থে বিষয়টিকে সাম্প্রদায়িক রং দেওয়া হচ্ছে। সংকীর্ণ স্বার্থে সাম্প্রদায়িক রং দিচ্ছে একটি রাজনৈতিক দল। বাংলা এটা বিশ্বাস করে না। পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ করেছে। শিখ সম্প্রদায়ের প্রতি রাজ্য সরকার পূর্ণ শ্রদ্ধাশীল।'

নবান্ন অভিযানের সময় ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় পিস্তল। জানা যায় তিনি একজন বিজেপি নেতার ব্যক্তিগত দেহরক্ষী।আগ্নেয়াস্ত্র উদ্ধারের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে বলবিন্দরের পাগড়ি খুলে যায়। সোশাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। এরপরই ভিডিও ঘিরে জোর বিতর্ক শুরু হয়। যা দেখে শুক্রবার ক্রিকেটার হরভজন সিং টুইট করে মমতা ব্যানার্জিকে লেখেন,'দয়া করে এই বিষয়টি দেখুন। এটা ঠিক নয়।’ আরও পড়ুন, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০ লক্ষ পার, একদিনে ৭৪ হাজার ৩৮৩ জন পজিটিভ

শুক্রবারই রাজ্য পুলিশের টুইট করে জানায়, ‘বৃহস্পতিবারের প্রতিবাদ মিছিলে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিলেন ওই ব্যক্তি। ধস্তাধস্তির সময় নিজে থেকে পাগড়ি খুলে গিয়েছিল। আমাদের কোনও অফিসার তাঁর পাগড়ি খোলার চেষ্টা করেননি। কোনও সম্প্রদায়েরই ভাবাবেগকে আঘাত করার উদ্দেশ্য নেই আমাদের।’



@endif