Sealdah Kanchanjungha Express Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ, জানালেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee On Trian Accident (Photo Credit: Twitter)

শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে (Kanchanjungha Express ) দুর্ঘটনা। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়ার পরপরই সেটিতে একটি মালগাড়ি ধাক্কা দেয়। যার জেরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি বগি ছিটকে পড়ে বলে জানা যায়। দার্জিলিংয়ে সোমবার ওই দুর্ঘটনার খবর ছড়াতেই সেখানে রেলের আধিকারিকরা পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। ঘটনার পরপরই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, দার্জিলিংয়ের ফাঁসিদেওয়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়ে। দুর্ঘটনার পরপরই জেলাশাসক, পুলিশ সুপার, চিকিৎসক, অ্যাম্বুলেন্স পৌঁছে গিয়েছে। যুদ্ধাকালীন পরিস্থিতিতে উদ্ধার কাজ চলছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Sealdah Kanchanjungha Express Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বড়সড় দুর্ঘটনা, শুরু উদ্ধার কাজ

দেখুন কী লিখলেন মুখ্যমন্ত্রী...

দেখুন সেই ভয়াবহ দুর্ঘটনার ছবি...