Sealdah Kanchanjungha Express Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায় মৃতের সংখ্যা বেড়ে হল ৮, কী বললেন প্রধানমন্ত্রী
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার জেরে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। যাঁরা পরিজনকে হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন মোদী।
কলকাতা, ১৭ জুন: সময় যত গড়াচ্ছে, তত বাড়ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে (Kanchanjungha Express Accident) মালগাড়ির ধাক্কায় মৃতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত, দার্জিলিংয়ে (Darjeeling) কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে ২টি কামরা লাইনচ্যুত হয়, তার জেরে ৮ জনের মৃত্যুর খব মিলছে। অর্থাৎ গোটা ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রাথমিক অনুমান।
দেখুন কী বলছেন রেলের আধিকারিক...
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার জেরে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। যাঁরা পরিজনকে হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন মোদী। সেই সঙ্গে আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সে বিষয়ে প্রার্থনা করেন প্রধানমন্ত্রী। রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনা চলছে দুর্ঘটনা নিয়ে। সেই সঙ্গে দুর্ঘটনাস্থল পরিদর্শনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দার্জিলিংয়ে যাচ্ছেন বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান।
দেখুন প্রধানমন্ত্রীর ট্যুইট...
আজ সকালে দুর্ঘটনার পর বিপর্যয় মোকাবিলাকারী দল দুর্ঘটনাস্থলে পৌ ঁছয়। তারপর থেকে উদ্ধার কাজ আরও গতি আসে। সেই সঙ্গে আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে করা হয় ভর্তি। পাশাপাশি কঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কীভাবে মালগাড়ির ধাক্কা লাগে, সে বিষয়ে খোঁজ খবর শুরু করেছেন রেলের আধিকারিকরা।