Chhath Puja 2020 in Kolkata: সুভাষ সরোবর ও রবীন্দ্র সরোবরে নিষিদ্ধ ছটপুজো, ন্যাশনাল গ্রিন ট্রাব্যুনালের রায়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

মহামারী করোনার মধ্যে এ বছরে আর ছটপুজোর (Chhath Puja) জন্য ব্যবহার করা যাবে না কলকাতার দুই প্রধান জলাশয় রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরকে। কেনান আগেভাগেই ছটপুজোর জন্য এই দুই জলাশয়কে নিষিদ্ধ ঘোষণা করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। এদিকে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে, ছটপুজো প্রায় এসেই গেল। এত তাড়াতড়ি বিকল্প জলাশয়ের বন্দোবস্ত না করে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল যে ব্যান ঘোষণা করেছিল তারউপরে স্থগিতাদেশের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কলকাতা পুরসভা।

ছটপুজো (Photo Credits: Wikimedia Commons)

কলকাতা, ১৭ নভেম্বর: মহামারী করোনার মধ্যে এ বছরে আর ছটপুজোর (Chhath Puja) জন্য ব্যবহার করা যাবে না কলকাতার দুই প্রধান জলাশয় রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরকে। কেনান আগেভাগেই ছটপুজোর জন্য এই দুই জলাশয়কে নিষিদ্ধ ঘোষণা করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। এদিকে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে, ছটপুজো প্রায় এসেই গেল। এত তাড়াতড়ি বিকল্প জলাশয়ের বন্দোবস্ত না করে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল যে ব্যান ঘোষণা করেছিল তারউপরে স্থগিতাদেশের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কলকাতা পুরসভা। এদিন সুপ্রিম রায় স্পষ্ট জানালো যে, ২ বছরের জন্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের রায়ের উপরে কোনও স্থগিতাদেশ জারি করা হবে না।  Prayagraj: দীপবলির রাতে মর্মান্তিক দুর্ঘটনা, বাজির আগুনে পুড়ে মৃত বিজেপি সাংসদের নাতনি

কলকাতা পুরসভা কেন বিষয়টি নিয়ে আগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়নি? শীর্ষ আদালত এ প্রশ্নও তুলেছে। আগামী শুক্রবার ২০ তারিখ চলতি বছরের ছটপুজো। আর ২৩ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট। রাজধানীতে করোনাভাইরাস সংক্রমণের থার্ড ওয়েভ শুরু হয়ে যাওয়ায় ঘাটে ছটপুজোর উদযাপন নিষিদ্ধ করেছে দিল্লির সরকার। মূলত মহামারী গতি রোধ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। এই ঘোষণা করেছেন দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈন।