RG Kar Hospital Incident: সুপ্রিম কোর্টে শুরু হল আরজি কর মামলার শুনানি, চার সপ্তাহের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সিবিআইকে
অবশেষে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুরু হল আরজি কর মামলার শুনানি। আগামী ১০ নভেম্বর প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন ডি ওয়াই চন্দ্রচূড়।
অবশেষে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুরু হল আরজি কর (RG Kar Medical College and Hospital) মামলার শুনানি। আগামী ১০ নভেম্বর প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন ডি ওয়াই চন্দ্রচূড় (Dy Chandrachud)। এমনিতেই আগামী শনি ও রবিবার বন্ধ থাকবে আদালত। তার আগে শুক্রবারের মধ্যে এই মামলা শুনতে চান বিচারপতির বেঞ্চ। এর আগে অবশ্য মঙ্গলবার শুনানি থাকলেও তা পিছিয়ে বুধবার করা হয়। তারপর বুধবারও তা হয়নি। অবশেষে বৃহস্পতিবার দুপুরে স্বতঃপ্রণোদিত আবেদনের শুনানি শুরু হয়। এদিন মামলার শুরুতেই সিবিআই তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দেন। তারপরেই আদালতের পক্ষ আগামী ৪ সপ্তাহের মধ্যে আপডেটেড স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
এই মামলায় নিয়ে সিবিআইয়ের তদন্ত নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। তবে এদিন বিচারপতিদের বেঞ্চ স্পষ্ট করে যে এই মামলার তদন্ত সিবিআই চালিয়ে যাবে। তবে বাংলার বাইরে এর তদন্ত করার প্রয়োজন নেই বলেই মত শীর্ষ আদালতের। অন্যদিকে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে আলাদা একটি রিপোর্ট পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। তবে সেই নিয়ে এদিনের শুনানিতে আলোচনা হয়নি। আসলে শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতালে নিরাপত্তা দেখার জন্য কেন সিভিক ভলেন্টিয়ারদের দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই নিয়ে প্রশ্ন তুলেছিল আদালত। আর তার জবাবই হলফনামা আকারে রিপোর্ট পেশ করা হয়ছিল এদিন।
অন্যদিকে এদিন শুনানি চলাকালিন রাজ্যের শাসনব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক বিচারপতি। তাঁর ওপর কার্যত ক্ষুব্ধ হয়ে ওঠেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তাঁকে ধমক দিয়ে বলেন, রাজ্যবাসীদের হয়ে আপনি বলাপ কে? আপনি কোনও দলের প্রতিনিধি হয়ে কথা বলছেন? শুনে মনে হচ্ছে কোর্টের মধ্যে ক্যান্টিনের মতো আলোচনা হচ্ছে।