Basant Panchami Song by Mamata Banerjee: ছাত্র যৌবনকে উদ্বুদ্ধ করে সরস্বতী পুজো উপলক্ষে বসন্ত পঞ্চমীর গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

মন্ত্রিত্ব একাধিক মন্ত্রী পদ, দল সামলানোর পাশাপাশি কবিতা, গান রচনা, ছবি আঁকায় তাঁর প্রতিভা আগেও প্রকাশ পেয়েছে মমতা বন্দোপাধ্যায়ের। সুরুচি সংঘের থিম সং, দুর্গা পুজোয় মা দুর্গার জন্য গান বেঁধেছেন একাধিকবার। এবার মা সরস্বতীর জন্যও বাঁধলেন গান। দেবী বন্দনা উপলক্ষে নিজের রচনা ও ভাবনায় লিখলেন ' আজ বসন্ত পঞ্চমীতে' গান।

মমতা বন্দ্যোপাধ্যায় (Photo Credits: ANI/File)

কলকাতা, ১৬ ফেব্রুয়ারি: মন্ত্রিত্ব একাধিক মন্ত্রী পদ, দল সামলানোর পাশাপাশি কবিতা, গান রচনা, ছবি আঁকায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির (Mamata Banerjee) প্রতিভা আগেও প্রকাশ পেয়েছে। দুর্গাপুজোয় মা দুর্গার জন্য গান বেঁধেছেন একাধিকবার। সুরুচি সংঘের থিম সং তার মধ্যে অন্যতম। এবার মা সরস্বতীর (Saraswati Puja) জন্যও বাঁধলেন গান। দেবী বন্দনা উপলক্ষে নিজের রচনা ও ভাবনায় লিখলেন ' আজ বসন্ত পঞ্চমীতে' গান।

বসন্ত পঞ্চমীর (Basant Panchami) পুণ্যলগ্নে মমতা ব্যানার্জির রচনা ও ভাবনায়, দেবজ্যোতি বোসের সুরে পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত অ্যাকাডেমির শিল্পীদের গাওয়া একটি গান সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। পাশাপাশি সকলকে জানানো হয় বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজোর শুভেচ্ছা। আরও পড়ুন,  মমতার বাড়ির কাছে অভিনব প্রতিবাদ, প্ল্যাকার্ড হাতে আদিগঙ্গায় সাঁতরাচ্ছেন পার্শ্বশিক্ষকরা

আজ বিদ্যা, শিক্ষা, শিল্পকলার দেবী সরস্বতীর আরাধনা। মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথিতে সকাল সকাল টুইট করে সকলকে প্রণাম মন্ত্র জপে শুভেচ্ছাবার্তাও জানান মুখ্যমন্ত্রী। তাঁর গানে মা সরস্বতীর বন্দনার দিনে ছাত্র যৌবনের হতাশা, বাধা, বিঘ্নকে ছিন্ন করে এগিয়ে যাওয়ার বার্তা জানিয়েছেন তিনি। সকল বাধা পেরিয়ে জয়ের গান বেঁধেছেন তিনি। বছর কয়েক আগে লেখা মুখ্যমন্ত্রীর লেখা 'মা গো তুমি সার্বজনীন' বেশ জনপ্রিয়তা পেয়েছে। আজও দুর্গা পুজো মণ্ডপে এই গান বাজে। তবে সরস্বতী পুজো নিয়ে গান রচনা এই প্রথম।



@endif