Sanjay Roy: ধৃত সঞ্জয়ের পক্ষে আদালতে আইনি লড়াই লড়বেন কবিতা সরকার, কে এই আইনজীবী? জানুন
গ্রেফতারের পর থেকে সঞ্জয়ের পক্ষে সওয়াল জবাব করার জন্যে কোন আইনজীবী পাওয়া যাচ্ছিল না। তবে অবশেষ স্টেট লিগাল সার্ভিস অথরিটির আইনজীবী কবিতা সরকার সঞ্জয়ের মামলা লড়তে রাজি হয়েছেন।
আরজি করে (RG Kar Hospital) জুনিয়র তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনার দু সপ্তাহ পার হলেও গ্রেফতারির সংখ্যা এখনও এক। ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের (Sanjay Roy) ফাঁসির দাবিতে মুখোরিত রাজ্যবাসী, এরই মাঝে সঞ্জয় পেল তার আইনজীবী, আদালতে যিনি ধৃতের হয়ে লড়বেন। গ্রেফতারের পর থেকে সঞ্জয়ের পক্ষে সওয়াল জবাব করার জন্যে কোন আইনজীবী পাওয়া যাচ্ছিল না। তবে অবশেষ স্টেট লিগাল সার্ভিস অথরিটির আইনজীবী কবিতা সরকার সঞ্জয়ের মামলা লড়তে রাজি হয়েছেন।
সঞ্জয়ের হয়ে কোন আইনজীবী লড়তে না চাওয়ায় বিপাকে পড়তে হচ্ছিল সিবিআইকে। তাই শুক্রবার শিয়ালদহ আদালতে ধৃতকে হাজির করা হলে তার হয়ে মামলা লড়তে রাজি হয়েছেন বছর ৫২-র প্রবীণ আইনজীবী কবিতা সরকার (Lawyer Kabita Sarkar)।
কে এই আইনজীবী কবিতা সরকার? জানুন...
হুগলি মহসিন কলেজ থেকে আইনে স্নাতক পাশ করেন কবিতা। এরপর আলিপুর আদালত থেকে আইনজীবি হিসাবে কর্মজীবন শুরু করেন তিনি। কেরিয়ারের শুরুর দিকে দেওয়ানি মামলা নিয়ে কাজ করতেন কবিতা। ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে ফৌজদারি আইনের একজন স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির আইনজীবী হিসাবে কাজ করেন। জুন মাসে তিনি শিয়ালহ আদালতে নিযুক্ত হন।
দীর্ঘ ২৫ বছর আইনজীবী পেশার সঙ্গে যুক্ত কবিতা সরকার সঞ্জয়ের মামলার দায়িত্ব নিয়ে জানালেন, বাকিদের মত তিনিও নিহত চিকিৎসকের জন্যে সুবিচার চান। তাঁর সংযোজন, এই দেশের প্রত্যেকেরই আইনি অধিকার আছে। নিজেকে রক্ষা করার অধিকার আছে। ধৃতেরও তা আছে। তবে এই মামলা যে তাঁর দীর্ঘ বছরের কেরিয়ারের সবচেয়ে কঠিন মামলা তাও অকপটে স্বীকার করেছেন কবিতাদেবী।
সাংবাদিকদের কাছে আইনজীবীর একান্ত অনুরোধ, এখন মানুষজন বীভৎস রেগে রয়েছে। তিনি সঞ্জয়ের হয়ে মামলা লড়ছেন জানলে তাঁর উপর আঘাত, হামলা হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এই মুহূর্তে তাঁর কোন ছবি কিংবা ভিডিয়ো প্রকাশ্যে আসুক বা তাঁকে সকলে চিনুক তিনি চান না।