Sandip Ghosh: শুক্র-শনির পর আজ রবিতেও সিবিআই দফতরে সন্দীপ ঘোষ, খতিয়ে দেখা হবে ফোন রেকর্ড

আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিবিআই জিজ্ঞাসাবাদের মাঝে বড় পদক্ষেপ নিল রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশন। সন্দীপের সদস্য পদ বাতিল করেছে চিকিৎসক সংগঠন West Bengal Orthopedic Association।

Sandip Ghosh (Photo Credits: X)

শুক্র এবং শনিবারের পর আজ রবিবার ফের সিবিআই (CBI) জিজ্ঞাসাবাদের মুখে সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। আরজি করে চিকিৎসক খুন এবং ধর্ষণ কাণ্ডে (RG Kar Doctor Rape and Murder) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার র‍্যাডারে হাসপাতালের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। পরপর তিন দিন তাঁকে জিজ্ঞাবাসবাদের জন্যে ডাকল সিবিআই। রবিবার সকাল ১১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা ছিল সন্দিপের। সময়ের আগেই সেখানে পৌঁছে যান তিনি।

শুক্রবার ১০ ঘণ্টা, শনিবার ১৩ ঘণ্টা সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সিবিআই সূত্রে খবর, সন্দীপের ফোন রেকর্ড খতিয়ে দেখা হবে। পাশাপাশি সেমিনার হলের পাশে ঘর ভাঙার কাজ নিয়েও তাঁকে প্রশ্ন করা হবে।

আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিবিআই জিজ্ঞাসাবাদের মাঝে বড় পদক্ষেপ নিল রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশন। সন্দীপের সদস্য পদ বাতিল করেছে চিকিৎসক সংগঠন West Bengal Orthopedic Association। সংগঠনের তরফে জানানো হয়েছে, তদন্ত শেষ এবং নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত অ্যাসোসিয়েশনের পদ ব্যবহার করতে পারবেন না সন্দীপ।

তৃতীয় দিনে সিবিআই দফতরে সন্দীপ... 

আরজির কাণ্ডের (Kolkata Doctor Death) পর থেকেই হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে (Sandip Ghosh ) নিয়ে নানা দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন হাসপাতালের চিকিৎসকেরা। এরই মাঝে ঘটনাস্থল অর্থাৎ সেমিনার রুমের পাশে তড়িঘড়ি সংস্কারের কাজ ঘিরেও নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। অধ্যক্ষের নির্দেশেই নাকি ওই সংস্কারের কাজ হচ্ছিল। যদিও জাতীয় মহিলা কমিশনের হস্তক্ষেপে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ফাঁপরে পড়ে আরজি কর থেকে সরিয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে সন্দীপ বসায় স্বাস্থ্যভবন। কিন্তু রাজ্যের সেই সিদ্ধান্তের কড়া নিন্দা করে হাইকোর্ট। আদালতের শাসানিতে লম্বা ছুটি নিয়েছেন তিনি। সুপ্রিম কোর্টও রাজ্যের কাছে হলফনামা দিয়ে জানতে চেয়েছে ঘটনাস্থল সুরক্ষিত রয়েছে কিনা।