Sandip Ghosh: ১১'তম দিনে সিজিও-তে সন্দীপ, আরজি করের আর্থিক দুর্নীতি তদন্তে এবার সক্রিয় ইডি

সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরজি করে আর্থিক অনিয়মের অভিযোগে এবার সক্রিয় হল ইডি। অভিযোগ সংক্রান্ত নথিপত্র সোমবারই দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতর প্রবর্তন ভবনে পাঠানো হয়েছে।

Sandip Ghosh (Photo Credits: X)

মঙ্গলবার ফের সিবিআই দফতরে হাজিরা আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh)। সকাল ১০টা নাগাদ সিজিও কমপ্লেক্সে (CGO Complex) পৌঁছন তিনি। এই নিয়ে ১১ বার সিবিআই আধিকারিকদের মুখোমুখি সন্দীপ। দীর্ঘক্ষণ ধরে চলছে জিজ্ঞাসাপর্ব। চিকিৎসক খুনের ১৮ দিন পরেও তদন্তের কোন অগ্রগতি দেখতে পাচ্ছে না আন্দোলনকারীরা। গ্রেফতারের তালিকায় সেই একজনই। সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। ১১ দিন ধরে মুখোমুখি সিবিআই-সন্দীপ। জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হওয়ায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষের পলিগ্রাফ পরীক্ষাও চলছে। ইতিমধ্যেই দু দফায় সন্দীপের পলিগ্রাফ পরীক্ষা হয়েছে। তাও কি এখনও কোন সূত্র হাতে আসেনি তদন্তকারী সংস্থার? কেন এখনও নতুন করে কোন গ্রেফতারি হল না? আরজি করের সেমিনার রুমের রহস্য সমাধানে আর কত দিন লাগবে সিবিআই-এর? নানা প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে।

এরই মাঝে সন্দীপের বিরুদ্ধে আরজি কর মেডিক্যাল কলেজে আর্থিক অনিয়মের অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগ তুলেছেন সন্দীপের একসময়ের সহকর্মী তথা আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। হাইকোর্টের নির্দেশে সেই মামলার তদন্তভারও সিবিআই-কে দেওয়া হয়েছে। রবিবার সাত সকালে সন্দীপের বাড়িতে তল্লাশি অভিযানে যায় তদন্তকারী সংস্থা। সেই সঙ্গে সন্দীপ 'ঘনিষ্ঠ' আরজি করে নানা পদে যুক্ত প্রায় ১৭ জনের বাড়িতেও হানা দেয় সিবিআই। এক সিবিআই আধিকারিক সূত্রে খবর, তদন্ত সবে শুরু হয়েছে তাতেই ২০ কোটি বেআইনি টাকা উদ্ধার হয়েছে।

এরই মধ্যে খবর, সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরজি করে আর্থিক অনিয়মের অভিযোগে এবার সক্রিয় হল ইডি। অভিযোগ সংক্রান্ত নথিপত্র সোমবারই দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতর প্রবর্তন ভবনে পাঠানো হয়েছে। অপেক্ষা সবুজ সংকেতের। যা মিললেই আরজি করের আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করবে ইডি।



@endif