Sandeshkhali: সন্দেশখালির একাধিক এলাকা পরিদর্শন রাজীব কুমারের, আইন ভাঙলে ব্যবস্থা, জানালেন ডিজি

বৃহস্পতিবার সকালে কলকাতায় ফেরার আগে সন্দেশখালির একাধিক এলাকায় যান ডিজি রাজীব কুমার। বিভিন্ন এলাকা ঘুরে দেখেন পুলিশ আধিকারিক।

Rajiv Kumar (Photo Credit: Twitter)

কলকাতা, ২২ ফেব্রুয়ারি: বৃহস্পতিবার সকালে সন্দেশখালি (Sandeshkhali) থেকে কলকাতায় (Kolkata) ফেরেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার(Rajiv Kumar)। কলকাতায় ফেরার আগে রাজীব কুমার সংবাদমাধ্যমের সামনে জানান, যারা আইনভঙ্গ করছে,তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে। আইন যারা ভাঙছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান রাজীব কুমার। তবে শেখ শাহজাহানকে কবে গ্রেফতার করা হবে, সে বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি শাহজাহান। তবে আইন মেনে সমস্ত পদক্ষেপ করা হবে বলে জানান রাজীব।

আরও পড়ুন: Sandeshkhali: 'শেখ শাহজাহাকে কেন গ্রেফতার করা হচ্ছে না', প্রশ্ন সুকান্তর

এদিকে বৃহস্পতিবার সকালে কলকাতায় ফেরার আগে সন্দেশখালির একাধিক এলাকায় যান ডিজি রাজীব কুমার। বিভিন্ন এলাকা ঘুরে দেখেন পুলিশ আধিকারিক। প্রসঙ্গত সন্দেশখালির ঘটনা নিয়ে রাজনৈতিক পারদ চড়তে শুরু করলে, সেখানে শেখ শাহজাহান (Shahjahan Sheikh), শিবু হাজরা এবং উত্তম সর্দারের  নাম উঠে আসে। শিবু হাজরা, উত্তম সর্দারকে গ্রেফতার করা হলে, শেখ শাহজাহানকে কেন পাকড়াও করা হল না, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।