Saayoni Ghosh: তদন্তে ১০০ শতাংশ সহযোগিতা করব, ইডি দফতরে হাজিরা দিয়ে বললেন সায়নী ঘোষ
সভানেত্রীকে বেশ কিছু নথি সহ এদিন ইডি অফিসে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই তালিকায় ছিল তাঁর বাঙ্ক স্টেটমেন্টের বিশদ বিবরণ, ইনকামট্যাক্স রিটার্ন ফাইল সহ তাঁর মোট সম্পত্তির কাগজপত্র।
পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির (ED) নজরে তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ (ED summoned Saayoni Ghosh)। গত মঙ্গলবার অভিনেত্রী তথা যুব তৃণমূলের রাজ্য সভানেত্রীকে নোটিস পাঠায় ইডি। বলা হয়েছিল, শুক্রবার বেলা ১১ টার মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে সায়নী ঘোষকে (Saayoni Ghosh)। সেই তলবে সাড়া দিয়ে এদিন বেলা ১১টা ২১ মিনিটে সিজিও কমপ্লেক্সে পৌঁছান তিনি। সভানেত্রীকে বেশ কিছু নথি সহ এদিন ইডি অফিসে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই তালিকায় ছিল তাঁর বাঙ্ক স্টেটমেন্টের বিশদ বিবরণ, ইনকামট্যাক্স রিটার্ন ফাইল সহ তাঁর মোট সম্পত্তির কাগজপত্র।
সময়ের কিছুটা পরে হলেও ইডির (Enforcement Directorate) তলব এড়িয়ে যাননি অভিনেত্রী (Saayoni Ghosh)। সিজিও কনপ্লেক্সে পৌঁছে তিনি জানান, পঞ্চায়েত ভোট নিয়ে প্রচারের ব্যস্ত ছিলেন। তাঁকে ৪৮ ঘণ্টার নোটিসে ডেকে পাঠিয়েছে ইডি। সেই ডাকে সাড়া দিয়ে সশরীরে উপস্থিত হয়েছেন তিনি। ইডির তদন্তে ১০০ শতাংশ সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন সায়নী।
মঙ্গলবার ইডির নোটিস পাঠানোর পর থেকেই 'উধাও' ছিলেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী। বাড়িতেও তাঁর খোঁজ পাওয়া যায়নি। এদিকে সায়নীর ইডি অফিসে হাজিরার বিষয়ে মুখ খোলেননি শাসক দল। আদেও তিনি ইডির ডাকে সাড়া দেবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। যদিও সেই সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়ে শুক্রবার ইডি দফতরে পৌঁছান সায়নী ঘোষ।