Cyclone Amphan: আম্ফান ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারকে ১০০০ কোটি টাকা আর্থিক সাহায্যের আশ্বাস নরেন্দ্র মোদির
আম্ফান ঘূর্ণিঝড় পরবর্তী কঠিন পরিস্থিতিতে বাংলার পাশে রয়েছে কেন্দ্র। বসিরহাটে সাংবাদিক সম্মেলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার পাশে থাকার পাশাপাশি ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্থ এলাকার জন্য ১০০০ কোটি টাকা অনুদানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি বলেন, "বাংলার সব প্রয়োজনে কেন্দ্র পাশে রয়েছে। রাজ্য সরকারকে এই মুহূর্তে সাহায্যস্বরূপ ১০০০ কোটি টাকা।" ২৫ মিনিট বৈঠক হয় মমতা ব্যানার্জির সঙ্গে। এরপরই এই সিদ্ধান্ত নেন।
বসিরহাট, ২২ মে: আম্ফান ঘূর্ণিঝড় পরবর্তী কঠিন পরিস্থিতিতে বাংলার পাশে রয়েছে কেন্দ্র। বসিরহাটে সাংবাদিক সম্মেলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার পাশে থাকার পাশাপাশি ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্থ এলাকার জন্য ১০০০ কোটি টাকা অনুদানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি বলেন, "বাংলার সব প্রয়োজনে কেন্দ্র পাশে রয়েছে। রাজ্য সরকারকে এই মুহূর্তে সাহায্যস্বরূপ ১০০০ কোটি টাকা দেওয়া হবে। মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার করে টাকা দেওয়া হবে।" ২৫ মিনিট বৈঠক হয় মমতা ব্যানার্জির সঙ্গে। এরপরই এই সাহায্যের আশ্বাস দেন নরেন্দ্র মোদি। সেই সময় নরেন্দ্র মোদির একপাশে ছিলেন রাজ্যপাল, অন্যদিকে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
শুক্রবার সকাল ১০টা বেজে ৪৯ মিনিটে বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ঠিক ২০ মিনিট আগে বিমানবন্দরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সেরে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সঙ্গে বিশেষ হেলিকপ্টারে রওনা হন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির হাতে ছিল বাংলার ম্যাপ। সেই মানচিত্র দেখেই করোনা বিধ্বস্ত এলাকার অংশগুলি চিহ্নিত করে পরিদর্শন করেন নরেন্দ্র মোদি। যদিও আগেই সেই মানচিত্রটি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাংবাদিক সম্মেলনে প্রকাশ্যে এনেছিলেন।